IB -তে মাধ্যমিক পাশে MTS ও অন্যান্য কর্মী নিয়োগ, বেতন 21,700/- টাকা | IB Recruitment 2023

IB তথা ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ (IB Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। মূলত MTS এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। 

IB Recruitment 2023

পদের নাম: IB এর এই নিয়োগে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যথা,

1. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্রান্সপোর্ট

2. মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS

শূন্যপদ সংখ্যা: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্রান্সপোর্ট পদে 362 টি শূন্যপদ এবং মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS পদে 315 টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে 677 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্রান্সপোর্ট পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। অন্যদিকে, মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সসীমা হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে।

মাসিক বেতন: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্রান্সপোর্ট পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 21,700/- থেকে 69,100/- টাকার মধ্যে। অন্যদিকে, মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 18,000/- থেকে 56,900/- টাকার মধ্যে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

এক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখুন অনলাইনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে।

নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে বললে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।

আবেদনের সময়সীমা: আগামী 13/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Important Links
Official NotificationClick Here 
Official WebsiteClick Here 

Leave a comment