1720 ইন্ডিয়ান অয়েলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা মাধ্যমিক পাশ | IOCL Recruitment 2023

ইন্ডিয়ান অয়েলের তরফে কর্মী নিয়োগ (IOCL Recruitment 2023) এর বিজ্ঞতি জারি হয়েছে। একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেখেরে আপনারা যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি হতে পারে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

IOCL Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: IOCL তথা ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: মূলত অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে প্রার্থীদের। সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে প্রার্থীদের নিযুক্ত করা হবে,

1. Trade Apprentice – Attendant Operator

2. Trade Apprentice (Fitter)

3. Trade Apprentice Boiler (Mechanical)

4. Technician Apprentice (Chemical)

5. Technician Apprentice (Mechanical) 

6. Technician Apprentice (Electrical)

7. Technician Apprentice (Instrumentation)

8. Trade Apprentice (Secretarial Assistant)

9. Trade Apprentice (Accountant)

10. Trade Apprentice (Data Entry Operator)

11. Trade Apprentice (Data Entry Operator) (Skill Certificate Holders)

মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 1720 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর লেভেলের পদগুলোর জন্য আবেদন জানানোর জন্য ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিন সবার প্রথমে।

নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিতে হবে। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।

আবেদনের সময়সীমা: আগামী 20/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Important Links
Official NotificationClick Here 
Official WebsiteClick Here 

Leave a comment