অসংখ্য শূন্যপদে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ (Head Constable Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা: CISF তথা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: CISF এর এই নিয়োগের মধ্য দিয়ে হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 23 বছর বয়সের পর যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 25,500/- টাকা। এই বেতন সর্বোচ্চ 81,100/- টাকা হতে পারে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিঙ্ক ভিজিট করুন।
নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিতে হবে।
সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: বিশেষ কয়েকটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,
1. Trial Test
2. Proficiency Test
3. Physical Standards Test (PST)
4. Documentation
5. Medical Examination
আবেদনের সময়সীমা: আগামী 28 নভেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |