আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং শিক্ষকতার পেশা পছন্দ করে তবে একদম সঠিক জায়গায় এসেছেন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্কুলে জারি হলো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। মোটামুটি যেকোনো শিক্ষাগত যোগ্যতায় থাকলে আপনি করতে পারেন আবেদন। রাজ্যের যেকোনো জেলা কিংবা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে আবেদন করতে পারবেন। সব থেকে বড় কথা রাজ্যে আসন্ন Primary TET 2022, তাই এই শিক্ষক নিয়োগ খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি শিক্ষক পদে নিয়োগ করা হবে।
পদের নাম: বিভিন্ন স্কুলগুলিতে মূলত সহকারী শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ের ওপর। প্রধানত যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে –
বিষয়: নিচে বিষয়ের নাম দেওয়া হলো –
1. বাংলা
2. ইংরেজি
3. ইতিহাস
4. অঙ্ক
5. জীবন বিজ্ঞান
6. ভৌত বিজ্ঞান ইত্যাদি
শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ ছাড়াও আরো বেশ কয়েকটি পদে গ্রুপ সি (Group-C) ও গ্রুপ ডি (Group-D) কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া: শিক্ষক ও নন টিচিং পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার কোনো বালাই নেই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ (Walk-In-Interview) এর মাধ্যমে প্রার্থীদের যাচাই করে নিয়োগ করে দেওয়া হবে বিভিন্ন পদে।
আবেদন প্রক্রিয়া: শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment 2022) এর ক্ষেত্রে আবেদন আলাদা ভাবে করার দরকার নেই। আপনাকে একদম ইন্টারভিউ এর দিন নিজের যাবতীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে এসে উপস্থিত হতে হবে। সেখানে রিপোর্ট করে ইন্টারভিউ দিতে পারবেন চাকরির জন্য।
প্রয়োজনীয় ডকুমেন্ট: যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. ভোটার কিংবা আঁধার কার্ড
4. নিজের রঙিন পাসপোর্ট ফটো
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. একটি Bio Data
আরও বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে।
ইন্টারভিউয়ের দিন ও তারিখ: আগামী 28/04/2022 ও 29/04/2022 তারিখে হবে ইন্টারভিউ।
উল্লেখ্য, শিক্ষক পদের জন্য ইন্টারভিউ হবে 28/04/2022 তারিখে সকাল 11 টা থেকে শুরু হবে।
এবং গ্রুপ সি পদের জন্য 29/04/2022 তারিখে সকাল 11 টা থেকে 1:30 টা পর্যন্ত।
এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে একই দিনে দুপুর 2 টা থেকে বিকাল 3:30 টা পর্যন্ত।
ইন্টারভিউ এর দিনে নিজের সকল ডকুমেন্ট নিয়ে চলে আসতে হবে একদম ইন্টারভিউ কেন্দ্রে।
নিচে আরও সবিস্তারে জানতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো।