পশ্চিমবঙ্গে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ (WBMDFC Supervisor Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। সেক্ষেত্রে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে আপনি কি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর (WBMDFC) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন জেলায় এই নিয়োগ সংঘটিত হবে।
পদ – এডুকেশন সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 20 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে কর্মী পদে নিযুক্ত হওয়ায় জন্য। যেমন, একটি লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং সবার শেষে ইন্টারভিউ।
আবেদন পদ্ধতি: আগের থেকে কোনো আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে হবে।
1. উল্লেখ্য, যেদিন ইন্টারভিউ (Walk-In-Interview) সংঘটিত হবে সেদিনই লিখিত পরীক্ষা (Written Test) এবং কম্পিউটার টেস্ট সংঘটিত হবে।
2. নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট ডাউনলোড করে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জাতীয়তা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিন।
4. অবশ্যই মনে করে এই ফর্মের মধ্যে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। পাশাপাশি ফর্মের মধ্যে একটি সিগনেচার করে এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: ইন্টারভিউয়ের দিন যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. নিজের তথ্য দিয়ে পূরণ করা নিয়োগের বায়ো ডেটা ফরম্যাট
2. সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
3. বয়সের প্রমাণপত্র হিসাবে কোনো অ্যাকাডেমিক ডকুমেন্ট
4. ফটো আইডেন্টিটি কার্ড হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
5. এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো
ইন্টারভিউয়ের তারিখ: মোট দুদিন ইন্টারভিউ সংঘটিত হবে। কিছু কিছু জেলার জন্য 04/10/2023 তারিখে এবং আরো কিছু জেলার জন্য 05/10/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সেক্ষেত্রে জেলা অনুযায়ী বিস্তারিত বিবরণ জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
ইন্টারভিউয়ের ঠিকানা: at the office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector- 1, Salt Lake, Kolkata-700064
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন। সেখানেই নিয়োগের Bio Data Format দেওয়া আছে।
Important Links
Official Notification/ Bio Data Format | Click Here |
Official Website | Click Here |