WBCS Notification 2022 | WBCS 2022 EXAM এর দিনক্ষণ জানালো WBPSC, জেনে নিন আবেদন পদ্ধতি

করোনা তথা লকডাউনের জেরে থমকে গিয়েছে সমগ্র দেশ তথা রাজ্যের বিভিন্নি নিয়োগ। এর প্রভাব পড়েছিলো এমনকি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো চাকরির পরীক্ষা WBCS এর ওপর। থমকে গিয়েছিলো WBCS এর পরীক্ষা। যাইহোক 2022 এর WBCS পরীক্ষা হতে চলেছে এবার রাজ্যে। এমনটাই জানা গিয়েছে যে WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION (WBPSC) তথা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে 2022 এর জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই 19/2021 নম্বরের বিজ্ঞপ্তি জারি করে করা হবে নিয়োগ।


নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION- WBPSC) এর পক্ষ থেকে হবে নিয়োগ।

পদের নাম মূলত প্রধান 4 টি পদে করা হবে নিয়োগ। যথা- Group- A, B, C ও D পদে। 

গ্রুপ অনুসারে বিভিন্ন পদের বিবরণ নিম্নরূপ 


GROUP- A
  1. WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE)
  2. ASSISTANT COMMISSIONER OF REVENUE IN THE INTEGRATED WEST BENGAL REVENUE SERVICE
  3. WEST BENGAL CO- OPERATIVE SERVICE
  4. WEST BENGAL LABOUR SERVICE
  5. WEST BENGAL FOOD AND SUPPLIES SERVICE
  6. WEST BENGAL EMPLOYMENT SERVICE 

GROUP- B
  1. WEST BENGAL POLICE SERVICE

GROUP- C
  1. SUPERINTENDENT DISTRICT CORRECTIONAL HOME / DEPUTY SUPERINTENDENT, CENTRAL CORRECTIONAL HOME
  2. JOINT BLOCK DEVELOPMENT OFFICER
  3. DEPUTY ASSISTANT DIRECTOR OF CONSUMER AFFAIRS AND FAIR BUSINESS PRACTICES
  4. WEST BENGAL JUNIOR SOCIAL WELFARE SERVICE
  5. WEST BENGAL SUB- ORDINATE LAND REVENUE SERVICE GRADE-1
  6. ASSISTANT COMMERCIAL TAX OFFICER
  7. JOINT REGISTER (WEST BENGAL STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION UNDER THE CONSUMER AFFAIRS DEPARTMENT)
  8. ASSISTANT CANAL REVENUE OFFICER (IRRIGATION)
  9. CHIEF CONTROLLER OF CORRECTIONAL SERVICES



GROUP- D
  1. INSPECTOR OF CO- OPERATIVE SOCIETIES
  2. PANCHAYAT DEVELOPMENT OFFICERUNDER THE PANCHAYAT AND RURAL DEVELOPMENT DEPARTMENT
  3. REHABILITATION OFFICER UNDER THE REFUGEE RELIEF AND REHABILITATION DEPARTMENT


নির্বাচন পদ্ধতি / নিয়োগ পদ্ধতি (SELECTION PROCESS OF WBCS):

মূলত 3 টি ধাপ সম্পন্ন করার পর হবে প্রার্থীর নিয়োগ। যথা- প্রিলিমিনারি, মেন ও ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এগুলি সম্পর্কে বিস্তারিত নিম্নরূপ- 

WBCS PRELIMINARY EXAM

SYLLABUS OF WBCS PRELIMINARY EXAM:

মোট 200 নম্বরের পরীক্ষা হবে। 8 টি বিষয় থেকে করে থাকবে এবং প্রশ্ন হবে MCQ ধরণের। যে 8 টি বিষয় থাকবে-
  1. ENGLISH COMPOSITION
  2. GENERAL SCIENCE
  3. CURRENT EVENTS OF NATIONAL & INTERNATIONAL IMPORTANT
  4. HISTORY OF INDIA
  5. GEOGRAPHY OF INDIA WITH SPECIAL REFERENCE TO WEST BENGAL
  6. INDIAN POLITY & ECONOMY
  7. INDIAN NATIONAL MOVEMENT
  8. GENERAL MENTAL ABILITY 


সময় (WBCS PRELIMINARY EXAM TIME): সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট

WBCS MAINS EXAM

SYLLABUS OF WBCS MAINS EXAM:

এখানে মূলত  6 টি COMPULSORY PAPER এর সঙ্গে  2 টি OPTIONAL PAPER থাকবে। OPTIONAL PAPER থাকবে শুধুমাত্র GROUP- A এবং GROUP- B দের জন্য।  

 6 টি COMPULSORY PAPER  নীচে দেওয়া হলো- 
  1. BENGALI 
  2. ENGLISH
  3. GENERAL STUDIES- 1 (INDIAN HISTORY & GEOGRAPHY OF INDIA)
  4. GENERAL STUDIES- 2 ( SCIENCE, ENVIRONMENT, GK & CURRENT AFFAIRS)
  5. THE CONSTITUE OF INDIA & INDIAN ECONOMY)
  6. ARITHMETIC & TEST OF REASONING
শুধু  PAPER- 1 ও  PAPER- 2 এর ওপর MCQ তথা OBJECTIVE প্রশ্ন থাকবে। তাছাড়া বাকি প্রতিটি পেপারে 200 নম্বর থাকবে। পরীক্ষা হবে লিখিত বর্ণনামূলক (WRITTEN & DESCRIPTIVE)
দুটি OPTIONAL PAPER এও 200 নম্বর করে থাকবে। 

সময় (WBCS MAINS EXAM TIME): প্রতিটি পেপারের জন্য সময় থাকবে 3 ঘন্টা। 

INTERVIEW OF WBCS

PRELIMINARY ও MAINS এর পোড় হবে INTERVIEW 
  • GROUP- A GROUP- B 200 নম্বর থাকবে।
  • GROUP- B 50 নম্বর থাকবে।
  • GROUP- D 100 নম্বর থাকবে। 

শিক্ষাগত যোগ্যতা (EDUCATIONAL QUALIFICATION FOR WBCS): প্রার্থীকে অবশই স্নাতক পাশ করে থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে।

আবেদন ফি: 210 টাকা। SC/ST/PH দের কোন আবেদন ফি লাগবে না। 



আবেদনের সময়সীমা: আবেদনের তারিখ নির্ধারন করবে WBPSC। মূলত 2022 সালের জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ পাবে বিজ্ঞপ্তি। 


Preliminary Exam Date for WBCS 2022: 2022 সালের March কিংবা April মাসের দিকে প্রিলিমিনারী পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


Mains Exam Date for WBCS 2022: 2022 এর September কিংবা October মাসের দিকে হতে পারে।


Official Website:  https://wbpsc.gov.in/

 
প্রতিনিয়ত চাকরির খবরাখবর ও আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

আমাদের টেলিগ্রাম চ্যানেল: JOIN HERE

Leave a comment