পশ্চিমবঙ্গে সাইন্স সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন 16,500/- টাকা | WB Science Centre Recruitment 2023

পশ্চিমবঙ্গে মিউজিয়ামের তরফে সাইন্স সেন্টারে জারি হয়েছে নিয়োগ (WB Science Centre Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। অনেকেই রয়েছেন যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত। তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। মিউজিয়াম তথা জাদুঘরের এই নিয়োগের বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।

WB Science Centre Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ কালচার এর তত্ত্বাবধানে মিউজিয়াম কাউন্সিল (A Unit of National Council of Science Museums) এর তরফে পশ্চিমবঙ্গে সাইন্স সেন্টারে নিয়োগ করা হবে।

পদের নাম: মিউজিয়াম তথা জাদুঘরের তরফে সাইন্স সেন্টারের এই নিয়োগ  Trainee – Education পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা উল্লেখ করা হয়নি। প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: প্রার্থীদের উল্লিখিত পদে নিযুক্ত করার পর কর্মী মাসিক বেতন তথা স্টাইপেন্ড হিসাবে 16,500/- টাকা প্রদান করা হবে।

নিয়োগ প্রক্রিয়া: দুটি ধাপের মধ্য দিয়ে নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের আবেদন জমা পড়ার পর ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। তারপর তারা ডাক পাবেন কমিউনিকেশন স্কিল টেস্ট এর জন্য।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবার।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।

2. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি তথ্য দেবেন।

3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।

4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর সঙ্গে যোগ করে এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদন পাঠানোর ঠিকানা: Project Coordinator, North Bengal Science Centre, Transport Nagar, Matigara, Siliguri – 734010 

আবেদনের সময়সীমা: আগামী 05/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here 
Official WebsiteClick Here

Leave a comment