পশ্চিমবঙ্গে বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং তথা গ্রুপ সি ও লাইব্রেরিয়ান নিয়োগ | WB School Group-C Recruitment 2023

পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে টিচিং এবং নন তথা গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ (WB School Group-C Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে টিচিং কর্মী তথা শিক্ষক সহ বিভিন্ন নন টিচিং পদে নেওয়া হবে কর্মী। নিজের ইচ্ছে মতো যেকোনো পদের জন্য আপনারা অনায়াসেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

WB School Group-C Recruitment 2023

পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের টিচিং এবং নন টিচিং লেভেলের পদে নেওয়া হবে কর্মী। যথা,

1. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

2. কাউন্সিলর

3. স্পেশাল এডুকেটর

4. অ্যাসিস্ট্যান্ট টিচার

5. প্রিন্সিপাল

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। যেমন, শিক্ষক ও প্রিন্সিপাল পদে আবেদনের ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশের পাশাপাশি B.Ed করে থাকতে হবে।

এবং লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: বয়সসীমা সেভাবে উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক এবং উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন যোগ্য।

মাসিক বেতন: সরকারি নিয়ম মেনে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

আবেদন পদ্ধতি: ইমেল কিংবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি আলোচনা করা হয়েছে।

1. সবার প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।

2. এখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

3. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করবেন ফর্মের মধ্যে।

5. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী 04/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a comment