রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে জেলা গ্রাম উন্নয়ন দপ্তরে নেওয়া হবে কর্মী। এটি মূলত সেসব চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজ করছেন। বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হয়েছে।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে জেলা গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদ – কমিউনিটি রিসোর্স পার্সন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 25 থেকে 45 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: তিনটি ধাপ এর মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,
1. লিখিত পরীক্ষা (Written Test)
2. গ্রুপ অ্যাকটিভিটি
3. পার্সোনাল ইন্টারভিউ
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে প্রদত্ত লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা Application Format সংগ্রহ করে নিন।
1. এই আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
2. নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, মোবাইল নম্বর ও ইমেল আইডি ইত্যাদি দেবেন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। পাশাপাশি ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করুন।
4. যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 14/09/2023 তারিখের মধ্যে আবেদন জমা করতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE
OUR WHATSAPP GROUP: JOIN HERE