অবশেষে ঘটতে চলেছে এক সুদীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে এবার প্রাথমিক টেট (Primary TET 2017) এর নিয়োগ অবশ্যম্ভাবী। নতুন করে সংস্কার করা হলো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর ওয়েবসাইট। Primary TET 2017 এর রেজাল্ট প্রকাশ পাওয়ার পর WBBPE এর ওয়েবসাইট এ বেশ সমস্যা দেখা যাচ্ছিল, যার সমাধান করে রাজ্যে নতুন করে খোলা হলো West Bengal Board of Primary Education (WBBPE) এর ওয়েবসাইট তথা পোর্টাল।
Primary TET 2017
গত 10 জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নানান জল্পনার পর প্রকাশ পায় WB Primary TET 2017 Result। এবার রাজ্যে Primary TET এ পাশের হার অনেকটাই কম। তাই নিয়োগ নিয়ে কোনো রকম সমস্যা হবে না এমনটাই বোঝা যায়। তবে রাজ্যে কিছু সরকারি কাজ বশত থমকে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়া।
Primary TET 2017 নিয়োগে বিলম্ব হওয়ার কারণ
রাজ্যে এত দিন হয়ে যাওয়ার পরেও কেনো হচ্ছে না Primary TET 2017 এর নিয়োগ এ বিষয়ে নানান কারণ দেখানো হয়েছে। উল্লেখ্য 2017 এর প্রাথমিক টেট সুদীর্ঘ সময়ের পর 2021 সালের 31 জানুয়ারি সংঘটিত হয়। তারপর রেজাল্ট নিয়েও কম জলঘোলা হয়নি। Primary TET 2017 পরীক্ষার দীর্ঘ এক বছর পর প্রকাশ পাই রেজাল্ট। রেজাল্ট প্রকাশ পাওয়ার পর আড়াই মাস পেরিয়েও নিয়োগ নিয়ে কোনো খবর নেই। রাজ্যে কয়েকদিন আগে পৌরসভা ভোট এর কারণে সব রকম নিয়োগ থমকে গিয়েছিল। তারপর মাধ্যমিক পরীক্ষা শেষ হলো কিছুদিন আগে। এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলছে রাজ্যে যা চলবে মোটামুটি গোটা এপ্রিল মাস জুড়ে। প্রধানত এসব কারণের জেরে রাজ্যে WB Primary TET 2017 উত্তীর্ণদের নিয়োগে একটু বিলম্ব হচ্ছে।
WB Primary TET New Website
রাজ্যে WBBPE কর্তৃক Primary TET 2017 এর ফলাফল প্রকাশ পাওয়ার পর নতুন টেট উত্তীর্ণদের মনে নিয়োগ নিয়ে নানান প্রশ্ন জাগতে শুরু করে। কবে হবে প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউ (Primary TET 2017 Interview) এ নিয়ে প্রশ্ন জাগতে শুরু করে টেট উত্তীর্ণদের মনে। তাই Primary TET নিয়োগ বিষয়ক নানান প্রশ্নের উত্তর খুঁজতে নতুন টেট উত্তীর্ণ প্রার্থীরা বারংবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা West Bengal Board of Primary Education (WBBPE) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতো। তবে ওয়েবসাইট এ বেশ কিছু সমস্যা দেখা দিতে WBBPE এর পক্ষ থেকে একটি নতুন ওয়েবসাইট খোলা হয়েছে, যাতে করে আশাবাদী রাজ্যের হাজার হাজার টেট চাকরিপ্রার্থীরা।
কবে রাজ্যে Primary TET 2017 Interview
আশা করা যাচ্ছে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরই টেট উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। প্রথমত উত্তীর্ণদের একটি ফর্ম ফিলাপ প্রক্রিয়া চলবে তারপর ইন্টারভিউয়ের জন্য মেল করা হবে তাদের। এর পরই নিয়ম অনুসারে তাদের নিয়োগ করা হবে মেরিট লিস্ট প্রস্তুত করে।
WB Primary TET New Notification
যদি সময়মতো রাজ্যে Primary TET 2017 এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় তবে আশা করা যাচ্ছে যে অতি শীঘ্রই WB Primary TET 2022 এর নিয়োগের জন্য ফর্ম ফিলাপ এর বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। যদিও এ সম্পর্কে সরাসরি এখনও রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে NCTE এর গাইডলাইন মেনে রাজ্যে প্রতি বছর টেট নেওয়ার কথা হয়েছে। চলতি মার্চের মধ্যে নতুন টেট নেওয়ার কথা থাকেলও রাজ্যে উক্ত কাজ গুলোর দরুন নতুন টেট এর বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে আগামী দুমাসের মধ্যে যে রাজ্যে নতুন টেট (Primary TET 2022 Notification) এর বিজ্ঞপ্তি পাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
WB PRIMARY TET NEW OFFICIAL WEBSITE: www.wbbpe.org.pl
এরকম আরো চাকরির খবরাখবর প্রতিনিয়ত পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।