WB Primary TET 2022: আগামী টেটের নিয়োগে আমূল পরিবর্তন, D.EL.ED ও B.ED দের নিয়ে আদালতের বিরাট সিদ্ধান্ত

রাজ্যে Primary TET 2017 এর ফলাফল প্রকাশ পাওয়ার পর একপ্রকার তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে  পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী তথা হবু শিক্ষকদের মধ্যে। রাজ্যে গত 10 জানুয়ারি, 2022 যখন প্রকাশ পেলো 2017 এর প্রাথমিক টেটের রেজাল্ট তখন থেকেই Primary TET 2014 Not Included চাকরিপ্রার্থীরা তাদের অধিকার নিয়ে তথা তাদের 738 পদে নিয়োগের দাবিতে আরো বেশি সরব হয়ে ওঠে। এদিকে রাজ্যে এযাবৎ ঝুলে থাকা অন্যতম মামলা তথা D.EL.ED vs B.ED অগ্রাধিকার মামলা Primary TET 2017 Result প্রকাশ পাওয়ার পর পরই ফের আদালতে ওঠে। ফলস্বরূপ রাজ্যে D.EL.ED ও B.ED দুই শ্রেণীর চাকরিপ্রার্থীদের মনে তাদের নিয়োগ সম্বন্ধীয় ব্যাপার নিয়ে ক্রমশ নানান প্রশ্ন জগতে শুরু করেছে। 



wb primary tet 2022

D.EL.ED VS B.ED মামলায় কী বলা হলো?

গত 20 জানুয়ারি, 2022 বৃহস্পতিবার D.EL.ED VS B.ED অগ্রাধিকার মামলা আদালতে ওঠার পর এক নতুন রূপ পেলো। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পরিচালিত এই মামলার দিকে তাকিয়ে ছিল রাজ্যের লক্ষাধিক D.EL.ED চাকরিপ্রার্থীরা তাদের অগ্রাধিকারের দাবিতে। কিন্তু শেষ অব্দি মহামান্য আদালত Primary TET 2014 Not Included এর 738 জন চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত যে রায় দিলো তাতে ক্রমশ বিপাকে পড়তে শুরু করেছে রাজ্যের অসংখ্য D.EL.ED চাকর্রার্থীরা। যাইহোক সোজাসুজি কিছু বলা না হলেও 738 শূন্যপদে শুধুমাত্র D.EL.ED দের নিয়োগের দাবি খারিজ করে আদালত এবং সঙ্গে B.ED দের আগামী 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এফিডেভিট জমা দেওয়ার জন্য।



D.EL.ED ও B.ED দের সমান অধিকার 

আদালতের এহেন সিদ্ধান্ত এটাই প্রমান করলো যে এবার থেকে রাজ্যে Primary TET এর মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে D.EL.ED ও B.ED চাকরিপ্রার্থীরা সমান অধিকার পেতে চলেছে। এতদিন রাজ্যে B.ED প্রার্থীরা শুধুমাত্র উচ্চ প্রাথমিক তথা Upper Primary অর্থাৎ 5-8 ক্লাসের স্কুলে চাকরির জন্য আবেদনের যোগ্য ছিল। কিন্তু এবার থেকে D.EL.ED প্রার্থীদের মতোই তারা অর্থাৎ B.ED রা প্রাথমিক স্কুলে তথা 1-4 কিংবা 1-5 ক্লাসের স্কুলে আবেদন করতে পারবেন। 



Primary TET 2022 এর নিয়োগে আমূল পরিবর্তন 

এর ফলে আগামী দিনে রাজ্যে যে টেট পরীক্ষা (Primary TET 2022) আয়োজিত হবে তাতে করে রাজ্যে আবেদনকারীর সংখ্যা আকাশছোঁয়া হতে চলেছে। B.ED প্রার্থীরা D.EL.ED দের মতো সমান অধিকার পেয়ে আবেদন জানাবে রাজ্যে আগামী প্রাথিমিকের টেট পরীক্ষাতে। রাজ্যে অঢেল পরিমানে এখন B.ED করা প্রার্থী রয়েছে এবং তারা আগামী টেটের জন্য তারা আবেদন জানালে পরীক্ষার্থীর সংখ্যা D.EL.ED ও B.ED মিলিয়ে 7-8 লক্ষের গন্ডি পেরোবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। 




Official Website: www.wbbpe.org


Leave a comment