WB Primary TET | রাজ্যে শুরু টেট উত্তীর্ণদের নিয়োগ, কিছুদিনের মথায় প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2022 | www.wbbpe.org.pl

পশ্চিমবঙ্গের হবু শিক্ষক চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত খবর। রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রাইমারি শিক্ষক। এবার রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ (WB Primary Teacher Recruitment 2022) নিয়ে সবুজ সংকেত দিলেন রাজ্যের প্রাইমারি শিক্ষা পর্ষদ (www.wbbpe.org.pl) সভাপতি মানিক ভট্টাচার্য। রাজ্যে সবরকম জট কাটিয়ে Primary TET এর মাধ্যমে হতে চলেছে শিক্ষক নিয়োগ।

Manik Bhattacharya on WB Primary TET

উল্লেখ্য, রাজ্যে দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও এখনো 2014 এর প্রাইমারি (Primary TET 2014) এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। নিয়োগ মোটামুটি হয়ে গেলেও এখনো জল্পনা তুঙ্গে কিছু সংখ্যক উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে। তাই গত বৃহস্পতিবার প্রাথমিক পর্ষদ (WBBPE) সভাপতি বলেন, 2014 প্রার্থীদের গ্রিভেন্স লিস্ট বের করে সম্পন্ন করা হবে তাদের নিয়োগ। আর করা যাবে না দেরি। 2014 এর Primary TET প্রার্থীদের মধ্যে কিছু মামলাকারীদের অভিযোগ ছিল যে প্রশ্নপত্র এর মধ্যে 6 টি প্রশ্ন ভুল ছিল। তাই মামলকারিদের মতে, প্রশ্ন ভুল থাকার কারণে তারা পরবর্তীতে টেট এ উত্তীর্ণ হওয়া সত্বেও কেনো হচ্ছে না নিয়োগ। অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশ, যারা ওই ভুল 6 টি প্রশ্নের উত্তর করেছিল তাদের পূর্ণ নম্বর দিয়ে Primary TET এ উত্তীর্ণ করিয়ে নিয়োগ প্রক্রিয়া জারি রাখতে হবে। সেই নির্দেশ মেনেই মূলত WBBPE সভাপতি এমন পদক্ষেপ নিচ্ছেন।
আরেক দিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে রাজ্যে কোনো প্রকার শূন্যপদ ফেলে রাখা যাবে না বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সেই পথেই মূলত হাঁটছেন মানিকবাবু। 16500 প্রাইমারি শিক্ষক নিয়োগের মধ্যে কিছু সংখ্যক যে শূন্যপদ রয়ে গিয়েছে তা অতি সত্বর পূরণ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকার তথা কোর্ট এর পক্ষ থেকে।
এদিকে 2014 Primary TET নিয়োগের জন্যই আটকে রয়েছে বাকি নিয়োগ। কিছু দিনের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষে Primary TET 2017 উত্তীর্ণদের নিয়োগে হাত দেবেন পর্ষদ। তাদের ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিলাপ প্রক্রিয়া নিয়ে কথা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের ফর্ম ফিলাপ এর জন্য কাজ শুরু হবে এমনটাই মূলত শোনা যাচ্ছে। সঙ্গে প্রতি বছর রাজ্যে যে প্রাথমিক টেট (Primary TET) নেওয়ার কথা হয়েছিল, সেটাও ভুলে যায়নি প্রাইমারি পর্ষদ (wbbpe.org.pl) তথা রাজ্য সরকার। খুব সম্ভবত আগামী এক দেড় মাসের মাথায় প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2022 এর ঘোষণা হতে পারে। NCTE এর গাইডলাইন মেনে Primary TET 2022 এর বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অসংখ্য টেট পরীক্ষা প্রার্থীদের নিয়োগ দিয়ে রাজ্যে পড়ে থাকা শিক্ষক শূন্যপদ পূরণ করার দিকে মূলত হাঁটছেন রাজ্য সরকার।
চাকরি সম্পর্কীয় আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment