অবশেষে রাজ্যে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ পেলো প্রাথমিক টেট (Primary TET) এর ইন্টারভিউ লিস্ট। আবার নতুন করে মুখে হাসির উদয় ঘটলো রাজ্যের শত শত টেট উত্তীর্ণ প্রার্থীদের। পশ্চিমবঙ্গে গত 10 জানুয়ারি, 2022 প্রকাশ পায় Primary TET 2017 এর রেজাল্ট। এর পরই রাজ্যে তোলপাড়ের সৃষ্টি হয়। Primary TET এর ফলাফল প্রকাশ পাওয়ার পরই টেট উত্তীর্ণদের মনে উদীত নানান প্রশ্ন এর উত্তরে রাজ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ পেয়েছে।
উল্লেখ্য Primary TET 2017 Result প্রকাশ পাওয়ার পর পরই রাজ্যের Primary TET 2014 Not Included প্রার্থীরা তাদের দাবি নিয়ে ফের সরব হতে শুরু করে। বিশেষ করে 2014 এর 738 জন Not Included প্রার্থীরা দাবি জানায়, যাতে অতি শীঘ্রই তাদের নিয়োগ করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে তারা কলকাতায় তাদের জমায়েত গঠন করে তাদের দ্রুত নিয়োগের দাবিতে। অন্যদিকে Primary TET 2017 এর উত্তীর্ণ প্রার্থীরা সংশয়ে ভুগতে থাকে তাদের নিয়োগ নিয়ে। সঙ্গে রাজ্যে কবে হবে নতুন Primary TET 2022 এ নিয়েও প্রশ্ন জগতে শুরু করে নতুন টেট চাকরিপ্রার্থীদের মনে।
যাইহোক, ঠিক এরই মধ্যে পশ্চিমবঙ্গর প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর তরফ থেকে প্রকাশ করা হয় এক নতুন ইন্টারভিউ লিস্ট (Primary TET Interview List) যার সুবাদে রাজ্যে শত শত টেট উত্তীর্ণ (TET Qualified) চাকরিপ্রার্থীদের মনে আশার আলো জগতে শুরু করেছে। রাজ্যে WBBPE এর পক্ষ থেকে 2014 এর বাকি থাকা উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে একটি গ্রিভেন্স ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হলো। এখানে এদের ইন্টারভিউ সংঘটিত হওয়ার পর 738 জনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে এদের। তারপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি নতুন মেরিট লিস্ট জারি হবে।
কিন্তু রাজ্যে কবে হবে নুতুন টেট উত্তীর্ণ তথা Primary TET 2017 এর উত্তীর্ণদের ইন্টারভিউ এ নিয়ে একটি সংশয় থেকেই যায়। সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী এই 2014 এর ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পরই রাজ্যে Primary TET 2017 এর উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে খুব শীঘ্রই। রাজ্যে এখন ভোট চলছে, তাই মূলত ভোট এর পর রাজ্যে 2017 এর টেট উত্তীর্ণদের ইন্টারভিউ এর জন্য ফর্ম ফিলাপ শুরু হবে।
রাজ্যে মূলত আগামী মার্চ এর মধ্যেই নতুন টেট (Primary TET 2022) সংঘটিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে নতুন টেট নিয়েও সংশয় এর অন্ত নেই। রাজ্যে ইতিমধ্যে ঝুলে রয়েছে পূর্বের নিয়োগ। তবে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী অতি শীঘ্রই রাজ্যে Primary TET 2017 এর ইন্টারভিউ তথা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে Primary TET 2022 এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। আগামী 2 মাসের মধ্যে রাজ্যে নতুন টেট (Primary TET 2022) এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
Official Website: www.wbbpe.org
আরো চাকরি সম্বন্ধীয় নানান তথ্য পেতে যুক্ত হন আমাদের সঙ্গে:
আমাদের টেলিগ্রাম চ্যানেল: যুক্ত হন
আমাদের ফেইসবুক পেজ: যুক্ত হন