ঠিক এ মুহূর্তে রাজ্যের প্রাথমিক টেট (Primary TET 2017) প্রার্থীদের জন্য একটি বিরাট বড়ো খবর উঠে এলো। এক বিশেষ সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেলো যে কবে রাজ্যে কবে হতে পারে Primary TET 2017 উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ (Primary TET 2017 Interview)। সঙ্গে প্রাইমারি পর্ষদ (WBPPE) কর্তৃক প্রাপ্ত এক খবর অনুযায়ী জানা গেলো রাজ্যে নতুন টেট (Primary TET 2022) এর দিনক্ষণ। আপনি যদি রাজ্যের একজন Primary TET প্রার্থী হয়ে থাকেন তবে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। রাজ্যের Primary TET 2017 উত্তীর্ণ ৰার্থীদের ইন্টারভিউ এবং সঙ্গে রাজ্যের আসন্ন 2022 এর নতুন টেট নিয়ে আলোচনা করা হচ্ছে।
Primary TET 2017-2022 চাকরিপ্রার্থীদের অনুমান
উল্লেখ্য 2017 এর Primary TET রাজ্যে অনেক টানাপোড়েনের পর 2021 সালের 31 জানুয়ারি সংঘটিত হয়। এবং নানান জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে 2022 সালের 10 জানুয়ারি প্রকাশ পাই Primary TET 2017 এর রেজাল্ট। এবার রাজ্যে টেট উত্তীর্ণদের সংখ্যা অনেকটাই কম ছিল। রাজ্যে প্রায় 5% টেট প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পাস করা চাকরিপ্রার্থীরা মনে করেছিল যে অতি অল্প সময়ের মধ্যে রাজ্যে উত্তীর্ণদের ইন্টারভিউ প্রক্রিয়ায় ডেকে তাদের নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে রাজ্যের নতুন টেট প্রার্থীরা অর্থাৎ যারা আসন্ন Primary TET 2022 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মনে করেছিল যে রাজ্যে অতি শীঘ্রই নতুন টেট সংঘটিত হবে। কারণ রাজ্যের টেট পরীক্ষায় দেশের শীর্ষ আদালত হস্তক্ষেপ করে বলেছিল খুব তাড়াতাড়ি রাজ্যে Primary TET 2022 এর পরীক্ষা নেওয়ার জন্য।
যাইহোক রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) থেকে রাজ্যে দুটি টেট নিয়েই অর্থাৎ Primary TET 2017 এবং Primary TET 2022 নিয়ে একটি খবর উঠে এসেছে। তাদের বক্তব্য অনুযায়ী রাজ্যে ভোট প্রক্রিয়া চলছে এবং আরও বিশেষ কয়েকটি কারণ বশত দেরি হচ্ছে 2017 এর টেট উত্তীর্ণদের সাক্ষাৎকার (Interview) নিতে।
Primary TET 2017 এর দিনক্ষণ
এ মুহূর্তের সব থেকে বড় খবর হলো, রাজ্যে আগামী 6 মার্চ, 2022 তারিখ পর্যন্ত কোনো রকম ইন্টারভিউ নেওয়া সম্ভব না নতুন টেট উত্তীর্ণদের। মূলত মার্চ মাসের শেষের দিকে WBBPE এর পক্ষ থেকে বিশেষ নির্দেশ জারি করে Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ নির্ধারণ করার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথমে টেট উত্তীর্ণদের নিয়ে একটি ফর্ম ফিলাপ করানো হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে। সেখানে টেট উত্তীর্ণরা চূড়ান্ত ভাবে তাদের ফর্ম ফিল আপ করার মাধ্যমে নিজের প্রেফারেন্স সেট করতে পারবেন, তথা কোন জেলায় চাকরি করতে চায় সেটি ঠিক করতে পারবেন।Primary TET 2017 এর Interview এর সঠিক কোনো দিনক্ষণ ঠিক না করা হলেও আশা করা যাচ্ছে যে মার্চ মাসের শেষ সপ্তাহে প্রবল সম্ভাবনা রয়েছে ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিলাপ শুরু হওয়ার।
Primary TET 2022 কবে?
দেশের সর্বোচ্চ তথা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট (Supreme Court) এর পূর্বে দেওয়া রায় অনুযায়ী রাজ্যে বছর বছর অর্থাৎ প্রতি বছর টেট (WB PRIMARY TET) নেওয়ার কথা বলা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) কে মানতে হওয়ার কথা বলা হয়েছিল এই রায়কে। রাজ্য সরকার সেমতো কথা দিয়েছিল যে 31 মার্চ, 2022 এর মধ্যে রাজ্যে নতুন টেট (Primary TET 2022) আয়োজন করবে। যদি সব কিছু ঠিকভাবে সম্পন্ন হয় এবং মার্চের শেষ সপ্তাহের মধ্যে টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়, তবে এপ্রিল মাসের মধ্যেই নতুন করে টেট এর বিজ্ঞপ্তি জারি হবে বলা অনুমান করা যাচ্ছে।
Primary TET এবং আরো অন্যান্য চাকরি সম্বন্ধীয় নতুন নতুন আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে: যুক্ত হন