পিএম পোষণ প্রকল্পে পশ্চিমবঙ্গে BDO অফিসের তরফে হিসাবরক্ষক পদে নিয়োগ | WB PM Poshan Recruitment 2023

পশ্চিমবঙ্গে পিএম পোষণ প্রকল্পে জারি হয়েছে কর্মী নিয়োগ (WB PM Poshan Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। এখানে মূলত হিসারক্ষক পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির সন্ধান করছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। খুবই সহজে আপনিও চাইলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আসুন তবে বিস্তারিত জেনে নিই।

WB PM Poshan Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে BDO অফিসের তরফে মিড ডে মিল তথা PM Poshan প্রকল্পে নেওয়া হবে কর্মী।

পদের নাম: পিএম পোষণ এর এই নিয়োগের মধ্য দিয়ে অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট তথা সহকারী হিসাবরক্ষক পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 11,000/- টাকা থেকে শুরু হবে।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করুন।

3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।

5. সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে দিন।

6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: পদ সম্পর্কিত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার। রিটায়ার্ড সরকারি কর্মীরা সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগামী 12/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানে নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা পাবেন।

Important Links
Official Notification/ Application FormClick Here
Official WebsiteClick Here

Leave a comment