রাজ্য পৌরসভায় ইন্টারভিউয়ের মাধ্যমে HHW নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা মাধ্যমিক | WB Municipality HHW Recruitment 2024

পশ্চিমবঙ্গে পৌরসভায় HHW কর্মী নিয়োগ (WB Municipality HHW Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনি যদি ভালো কোনো চাকরির সন্ধানে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

WB Municipality HHW Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে পৌরসভা তথা মিউনিসিপ্যালিটির তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।

পদের নাম: পৌরসভার এই নিয়োগের মধ্য দিয়ে HHW তথা Honorary Health Worker পদে নেওয়া হবে কর্মী।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 30-40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 22-40 বছর।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদনকারী প্রার্থীদের মাধ্যমকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্টিং করে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

মাধ্যমকে প্রাপ্ত নম্বরের ওপর 90% এবং ইন্টারভিউয়ের ওপর রয়েছে 10% নম্বর। এই দুটি ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. নিচে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করুন।

3. এখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।

4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।

5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী 03/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Important Links
Official Notification/ Application FormClick Here 
Official WebsiteClick Here 

Leave a comment