WB GDS Result: রাজ্যে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেলো গ্রামীণ ডাক সেবক এর রেজাল্ট, দেখে নিন আপনারটি

WB GDS Result 2022

এই মুহূর্তে এক বিরাট বড় সুখবর সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। অবশেষে রাজ্যে প্রকাশ পেলো গ্রামীণ ডাক সেবক তথা GDS এর ফলাফল। আপনি যদি এই চাকরির নিয়োগে আবেদন করে থাকেন তবে রেজাল্ট দেখে নিতে পারেন। 

উল্লেখ্য রাজ্যে সব জল্পনার শেষে রাজ্যে প্রকাশ পেয়েছে গ্রামীণ ডাক সেবক এর ফলাফল (WB GDS Result 2022)। নিচে রেজাল্টের লিংক দেওয়া হচ্ছে দেখে নিন।

শূন্যপদ 

ভারতীয় ডাক তথা India Post এর পক্ষ থেকে রাজ্যে সর্বমোট 2357 শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) তথা GDS পদে কর্মী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

কীভাবে দেখবেন WB GDS Result 

1. প্রথমে India Post এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে WB GDS Result এর PDF টি ডাউনলোড করে নিন।
2. নিজের নাম খুঁজে বের করে নিন। সঙ্গে দেখে নিন নিজের প্রাপ্ত পোস্ট এর নাম।
3. আপনি মোবাইল এ পিডিএফ খুলে থাকলে সার্চ বারে গিয়ে নিজের নাম সার্চ করে দেখে নিন।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ হবে পুরোপুরি মেরিট এর ভিত্তিতে। অর্থাৎ যাদের নাম লিস্ট এ এসেছে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য। এবং তার পরই নিয়োগপত্র প্রদান করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

যাদের নাম লিস্ট এ এলো তাদের অতি শীঘ্রই ডকুমেন্টে ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। যেসব ডকুমেন্ট প্রার্থীদের নিজেদের সঙ্গে রাখতে হবে – 
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 
2. শিক্ষাগত সকল যোগ্যতার ডকুমেন্ট 
3. বিশেষ করে মধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট 
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. ভোটার কিংবা আঁধার কার্ড
6. নিজের রঙিন পাসপোর্ট ফটো
7. রেজাল্ট লিস্ট এ নিজের নাম এর প্রমাণপত্র
WB GDS Result: Click Here to Download
Official Website: Click Here

Leave a comment