পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন 17,000/- টাকা | WB Data Entry Operator Job 2023

পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির (WB Data Entry Operator Job 2023) বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে আপনি যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। সেক্ষেত্রে শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতায় এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।

WB Data Entry Operator Job 2023

পদের নাম: এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা, 

1. ডেটা এন্ট্রি অপারেটর

2. রিসার্চ অ্যাসোসিয়েট -I 

3. প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট -II

নিচে পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

পদ – ডেটা এন্ট্রি অপারেটর

শিক্ষাগত যোগ্যতা: ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 28 (আঠাশ) বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

পদ – রিসার্চ অ্যাসোসিয়েট -I

শিক্ষাগত যোগ্যতা: Ph.D/ MD/ MS অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ এর নিচে বয়স হলেই আবেদন যোগ্য।

মাসিক বেতন: এই পদে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 47,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

পদ – প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট -II

শিক্ষাগত যোগ্যতা: DMLT করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: এখানে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর রাখা হয়েছে। এই বয়সের নিচে যদি বয়স থেকে থাকে তবে আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: এই পদে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 20,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি: নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন। সেক্ষেত্রে পদের নাম বেছে নিন যে পদের জন্য আবেদন করবেন।

নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, জেন্ডার, ঠিকানা, ফটো আইডির নাম, ফটো আইডি নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিন

নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন Self Attested করে। সঙ্গে ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করুন।

সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে বানিয়ে ফেলুন। এবং নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন

আবেদনের সময়সীমা: আগামী 14 নভেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ও ইমেল ঠিকানা পেয়ে যাবেন।

Important Links
Official Notification/ Application FormatClick Here 
Official WebsiteClick Here 
Join Us On 
WhatsApp GroupJoin Now
Telegram ChannelJoin Now

Leave a comment