Walk-In-Interview এর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য বিভাগে প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ, বেতন 30000 | wbhealth.gov.in Group-C Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিরাট নিয়োগের সুখবর। রাজ্যে এবার নানান গ্রুপ-সি (Group-C) বিভাগে নিয়োগ হতে চলেছে অসংখ্য কর্মী। মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হবে এই নিয়োগ। রাজ্যের যেকোনো জেলা কিংবা প্রান্ত থেকে আপনি সরাসরি এখানে আবেদন করতে পারবেন। নারী কিংবা পুরুষ যেকেউ এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। সব থেকে বড় কথা হলো, কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না নিয়োগের ক্ষেত্রে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।

Group C Recruitment in WB Health Department 2022

পদের নাম: 
বিভিন্ন প্রকার গ্রুপ সি পদে কর্মী নিয়োগ (Group C Recruitment 2022) করা হবে। যথা-
1. Staff Nurse
2. Medical Officer
3. GDMO
4. Specialist (O&G)
5. Specialist (Pediatricians)
6. GNM (NRC)
7. Medical Officer
8. Senior Medical Officer
9. Clinical Psychologist
নিয়োগ প্রক্রিয়া:
স্বাস্থ্য বিভাগের এই নিয়োগে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের শর্ট লিস্ট করে ডাকা হবে ইন্টারভিউতে এবং সেখানে কিছু প্রশ্ন করার পর তাদের যাচাই করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর দেওয়া হবে নিয়োগপত্র।
আবেদন প্রক্রিয়া:
আপনি যদি এই গ্রুপ সি এর নিয়োগে আবেদন করতে চান তবে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে যার লিংক নিচে দেওয়া হলো। সেটিকে ভালো করে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করুন। তারপর আবেদন পত্রের সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জুড়ে দিন। সবার শেষে সেগুলিকে একটি খামের মধ্যে ভরে সেগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
যেসব ডকুমেন্ট দিতে হবে:
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে সেগুলি হলো –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্নাতক পাশের সার্টিফিকেট
4. নিজের রঙিন পাসপোর্ট ফটো
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. ভোটার কিংবা আঁধার কার্ড
শিক্ষাগত যোগ্যতা:
মোটামুটি যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি তে প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, দেখে ভালো করে আবেদন করে নিতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা:
গ্রুপ সি পদের এই চাকরিতে আবেদন করতে আপনার ন্যুনতম বয়স হতে হবে 21 বছর এবং এখানে সর্বোচ্চ 62 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিচে নিয়োগ ও আবেদনের সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, যেখান থেকে ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান ইত্যাদি জেনে নিতে পারেন। সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এবং নিয়োগের আবেদন পত্র এর লিংক দেওয়া হয়েছে।








নিয়োগ ও চাকরির আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment