Walk-In-Interview এর মাধ্যমে ভারতীয় রেলে Group-C কর্মী নিয়োগ | Indian Railway Group C Recruitment 2022

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য জারি হলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। আপনি যদি ভারতীয় রেল (Indian Railways) বিভাগে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তবে নিয়োগের খবরটি শুধু আপনার জন্য। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতীয় রেলের পূর্ব উপকূল রেল বিভাগের তরফ থেকে গ্রূপ-সি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ আবেদনের যোগ্য। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ (Walk-In-Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে সরাসরি নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরি করতে চান এবং এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তবে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি নিচে দেওয়া হলো, দেখে নিতে পারেন।



indian railway recruitment 2022

নিয়োগকারী সংস্থা

ভারতীয় রেল (Indian Railways) এর তত্ত্বাবধানে পূর্ব উপকূলীয় রেল (East Coast Railway) এর তরফ থেকে মূলত বিভিন্ন Group-C বিভাগে কর্মী নিয়োগ করা হবে।



পদের নাম 

প্রধান 2 প্রকার Group-C পদে কর্মী নিয়োগ করা হবে। যথা-
  1. নার্সিং সুপারিন্টেন্ডেন্ট (Nursing Superintendent)
  2. ফার্মাসিস্ট (Pharmacist)


শূন্যপদ 

নিচে পদ অনুযায়ী পদের ডানপাশে শূন্যপদের সংখ্যা দেওয়া হলো- 
  • নার্সিং সুপারিন্টেন্ডেন্ট (Nursing Superintendent)- 07
  • ফার্মাসিস্ট (Pharmacist)- 01

শিক্ষাগত যোগ্যতা 

  • নার্সিং সুপারিন্টেন্ডেন্ট: আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করার পর যেকোনো স্বীকৃত সংস্থা থেকে 3 বছরের GNM কোর্স করে থাকতে হবে।
  • ফার্মাসিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে Pharmacy তে 2 বছরের ডিপ্লোমা করতে হবে।


বয়সসীমা 

  • নার্সিং সুপারিন্টেন্ডেন্ট: 20-40 বছরের মধ্যে হতে হবে।
  • ফার্মাসিস্ট: 20-35 বছরের মধ্যে হতে হবে।


বেতনক্রম 

  • নার্সিং সুপারিন্টেন্ডেন্ট: 44900 টাকা মাসে।
  • ফার্মাসিস্ট: 29200 টাকা মাসে।


আবেদন প্রক্রিয়া 

আবেদনপত্র ভালো করে পূরণ করে সঙ্গে কিছু যাবতীয় ডকুমেন্ট দিয়ে তা একেবারে ইন্টারভিউয়ের দিন আবেদকারীকে নিয়ে আসতে হবে। আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দেবেন- 
  • 2 কপি রঙিন পাসপোর্ট ফটো 
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 
  • জন্ম তারিখের প্রমাণপত্র 
  • আঁধার কিংবা প্যান কার্ড 


ইন্টারভিউয়ের দিনক্ষণ 

আগামী 31/01/2022 তারিখে তথা সোমবার ইন্টারভিউ সংঘটিত হবে। 




ফলাফলের দিনক্ষণ 

ইন্টারভিউয়ের ভিত্তিতে এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিচার করে ফলাফল তথা রেজাল্ট প্রকাশ পেতে পারে আগামী 07/02/2022 তারিখে। 




Official Notification: Click Here


Application Form: Click Here


Leave a comment