চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট নিয়োগের সুখবর। এবার TMC এর তরফে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনাদের জন্য একটি বিরাট সুবর্ণ সুযোগ। ন্যুনতম এবং শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
নিয়োগকারী সংস্থা: TMC তথা TATA MEMORIAL CENTRE এর তরফে এই কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। নিচে পদ গুলির নাম দেওয়া হয়েছে।
MEDICAL OFFICER
MEDICAL SUPERINTENDENT
SCIENTIFIC OFFICER
MEDICAL PHYSICIST
SCIENTIFIC ASSISTANT
JUNIOR ENGINEER
ASSISTANT DIETICIAN
TECHNICIAN ‘C’
TECHNICIAN ‘A’
ACCOUNTS OFFICER II
STENOGRAPHER
DEPUTY CHIEF SECURITY OFFICER I
ASSISTANT SECURITY OFFICER
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে। আরো উচ্চ লেভেলের পদে আবেদন এর জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: পদ অনুযায়ী বয়সসীমা বিভিন্ন। তবে বয়সের ঊর্ধ্বসীমা 55 বছর। অন্যান্য বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সসীমা যেমন, 50, 45, 35, 30 ও 27 বছর।
মাসিক বেতন: সবচেয়ে নিম্ন লেভেলের পদের জন্য মাসিক বেতন 19,900/- টাকা। এবং সবচেয়ে উচ্চ লেভেলের পদের জন্য মাসিক বেতন এক লাখ টাকারও ওপরে। মাঝে বিভিন্ন পদ রয়েছে তাদের বেতন যেমন, 25,500/- টাকা, 35,400/- টাকা, 47,600/- টাকা ইত্যাদি আরো বিভিন্ন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন।
অনলাইনে রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে।
সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 14/07/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE