রাজ্যে জারি হলো শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং শিক্ষকতার চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তবে নিয়োগের খবরটি দেখতে পারেন। পশ্চিমবঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষক পদে নিয়োগ করা হবে। সব থেকে বড় কথা হলো এখানে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম TET কিংবা SSC পরীক্ষার আয়োজন করা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। স্নাতক পাশ করার পাশাপাশি যেকোনো শিক্ষক বিষয়ক ডিগ্রি কিংবা ট্রেনিং কিংবা ডিগ্রি তথা ডিপ্লোমা থাকলে এখানে শিক্ষক পদে আবেদন করতে পারবেন। রাজ্যের বাসিন্দা হলেই আবেদনের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এবং এখানে পুরুষ ও মহিলা সবাই আবেদন যোগ্য। নিচে বিস্তারিত আলোচনা করা হলো
বিষয় ভিত্তিক শিক্ষক: মূলত যেসব বিষয়ের ওপর Primary, Upper Primary এবং Madhymik শিক্ষক নিয়োগ করা হবে –
1.Arabic – 2 Posts
2.English -2 Posts
3.Bengali -1 Posts
4.Math -2 Posts
5.Science – 2 Posts
6.Geography – 1 Posts
7.History – 2 Posts
শিক্ষাগত যোগ্যতা (Primary এবং Upper Primary Teacher):
1.আপনকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।
2.সঙ্গে আপনকে স্বীকৃত কোনো সংস্থা থেকে D.EL.ED ডিগ্রি ধারণ করে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Madhyamik Teacher):
1. আপনকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।
2. সঙ্গে দুবছরের B.ED ডিগ্রি করা থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
1.শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মাধ্যমে আবেদন করতে হবে।
2.আবেদনপত্রটি ভালো করে নিজের যাবতীয় তথ্য দিয়ে বানিয়ে ফেলুন।
3. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিন আবেদনপত্রের সঙ্গে।
4. তারপর নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন আবেদনপত্রটি।
কী কী ডকুমেন্ট দেবেন?
আবেদনপত্র এর সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্ট গুলো দিতে হবে।
1. মাধ্যমিকের অ্যাডমিট
2. স্নাতক পাশের সার্টিফিকেট ও মার্কশিট
3. D.El.Ed পাশের সার্টিফিকেট
4. কিংবা B.Ed পাশের সার্টিফিকেট
5. ভোটার কিংবা আঁধার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
শিক্ষক পদে কীভাবে নিয়োগ হবে?
কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। সরাসরি।ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে সঙ্গে সঙ্গে নিয়োগ পত্র প্রদান করা হবে।
আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি সংগ্রহ করুন।
Official Notification: Click Here
Official Website: Click Here
More Govt Job: Click Here