TET, SSC ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেকেউ আবেদনের যোগ্য | WB Primary Teacher Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি অসাধারণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষক পদে নিয়োগের জন্য। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং শিক্ষকতা করতে ভালোবাসেন তবে আপনি এখানে আবেদন করতে পারেন। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সবাই শিক্ষক কিংবা শিক্ষিকা পদের জন্য আবেদন করতে পারবেন। সব থেকে বড়ো কথা হলো, এই নিয়োগের ক্ষেত্রে কোনো TET কিংবা SSC পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।



TET, SSC, Primary TET



নিয়োগকারী সংস্থা:

কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।


পদের নাম:

প্রধানত বিষয়ভিত্তিক সহকারী শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ হবে। যেসব বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে-
  • প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
  • পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)
  • PGT কম্পিউটার টিচার 
  • COMPUTER INSTRUCTOR
  • ট্রেনড গ্র্যাজুয়েট টিচার (TGT)
  • Games Coach (Volleyball)
  • Yoga Teacher/Instructor

শিক্ষাগত যোগ্যতা:

প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 50% নম্বর সহ উচ্চ্যমাধ্যমিক পাস 
  • সঙ্গে D.EL.ED/B.EL.ED/B.ED ডিগ্রি করা থাকতে হবে 

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)

  • 50% নম্বর সহ স্নাতকোত্তর পাস 
  • সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে B.ED

ট্রেনড গ্র্যাজুয়েট টিচার (TGT)

  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে 50% নম্বর সহ স্নাতক পাস 
  • সঙ্গে B.ED করা থাকতে হবে 

বিষয় (Subject):

মূলত যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে- 
  • ইংরেজি
  • গণিত
  • বিজ্ঞান
  • সংস্কৃত
  • ইতিহাস 
  • ভূগোল 
  • ইকোনমিক্স 
  • ফিজিক্স 
  • কেমিস্ট্রি 

বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে।


বেতনক্রম:

  • PGT: 32500 টাকা মাসে 
  • TGT: 31250 টাকা মাসে 
  • Primary Teacher: 26250 টাকা মাসে 

নিয়োগ প্রক্রিয়া:

কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র Walk-In-Interview এর মাধ্যমে প্রার্থী বাছাই করে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হবে।


আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীকে প্রথমে BIO-DATA ডাউনলোড করে সেটিকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। তারপর তারসঙ্গে যাবতীয় নানান ডকুমেন্ট জুড়ে তা একেবারে ইন্টারভিউয়ের দিন নিয়ে আসতে হবে।


ইন্টারভিউয়ের দিনক্ষণ:

বিভিন্ন পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন বিভিন্ন। অফিশিয়াল নোটিফিকেশন এ পদ অনুযায়ী ইন্টারভিউয়ের দিন দেওয়া আছে দেখে নিতে পারেন।



Official Notification: Click Here


Official Website: Click Here


Bio-Data: Click Here


Leave a comment