TET 2014 নিয়োগ সম্পন্ন, অবশেষে Primary TET 2017 নিয়োগ শুরু, অতি শীঘ্রই নতুন টেটের বিজ্ঞপ্তি | Primary TET 2022

অবশেষে রাজ্যে এক নতুন যুগের সূচনা রাজ্যের প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গে বহু প্রতীক্ষিত 2014 এর 738 জনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পেলো, যার ফলে রাজ্যে শিক্ষক নিয়োগের দ্বার খুলে গেলো। এবার রাজ্যে নতুন ভাবে আবার শিক্ষক নিয়োগ হতে চলেছে, যা মূলত অতি দীর্ঘ দিন যাবৎ আটকে ছিল এই 738 জনের নিয়োগের জন্যই।

Primary TET 2022 New Notification

উল্লেখ্য Primary TET 2014 এর পরীক্ষার পর প্রশ্ন ভূল মামলার সঙ্গে যুক্ত ছিলেন 738 জন টেট প্রার্থীরা। তারা এই মামলা করার পর বারংবার প্রশ্নপত্র খতিয়ে দেখতে বলেছিল পর্ষদ (WBBPE) কে যাতে করে তারা তাদের নিয়োগ পাই। যাইহোক সুদীর্ঘ প্রতীক্ষার পর এবার মুখে হাসি ফুটলো TET 2014 এর মামলাকারিদের।
2014 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বেশ কয়েকটি প্রশ্ন ভূল ছিল। তাই মেধা তালিকায় নাম আসেনি অনেক টেট পরীক্ষা প্রার্থীর। তাই যারা মোটামুটি নিশ্চিত ছিল যে প্রশ্নপত্র ঠিক থাকলে তারা পাশ করে যেত, তারা রীতিমত দ্বারস্থ হয় আদালতের (Kolkata High Court)। এদিন কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) ঐতিহাসিক রায়ে চোখ খুললো রাজ্যের প্রাইমারি পর্ষদের। এদিন কোর্টের রায়ে নম্বর বাড়লো চাকরিপ্রার্থীদের এবং উঠে এলো মেধা তালিকায় তাদের নাম।
চারিদিকে এখন খুশির বাতাবরণ রাজ্যের Primary TET 2014 এর 738 জন চাকরিপ্রার্থীদের মধ্যে। পর্ষদ (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্যের মতে, আগামী কাল পরশুর মধ্যে দেওয়া হবে নিয়োগ পত্র (Appointment Letter)। গত বছরের 28 ডিসেম্বর পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল, যেখানে বাদ পরে যাওয়ার পর এবার নিয়োগ পেলো 738 জন। উল্লেখ্য 16500 প্রাইমারি শিক্ষক নিয়োগের হাত ধরে প্রথম ধাপের 474 জনের নিয়োগের পর এবার হলো অবেশেষে এদের নিয়োগ।
এবার প্রশ্ন একটাই, তবে কি রাজ্যে আসন্ন নতুন টেট তথা Primary TET 2022, এবং কবেই বা নেওয়া হবে Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ এবং কবে হবে তাদের নিয়োগ। যাইহোক এ বিষয়ে পর্ষদ সভাপতি সরাসরি কিছু না জানালেও বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ এর জন্য ফর্ম ফিলাপ এর বিজ্ঞপ্তি জারি হবে এবং ইন্টারভিউ শেষে হবে নিয়োগ। আগামী 2 মাসের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদী সবাই। সঙ্গে এরই মধ্যে রাজ্যে Primary TET 2022 এর নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হবে। একদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দুমাসের মধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগ এবং সকল শূন্যপদ পূরণের আশ্বাস দিয়েছেন। মূলত এর জেরেই তাড়াহুড়ো করে রাজ্যে বেগ পেতে চলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। 
অন্যদিকে রাজ্যে যে আবার Primary TET এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে এর আভাস অনেক আগেই পাওয়া গিয়েছিলো। প্রাথমিক পর্ষদ (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্যের মতে,  রাজ্যে আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর ওয়েবসাইট ছিল- https://www.wbbpe.org এবং এখন এটি পরিবর্তন করে ওয়েবসাইট করা হয়েছে- http://www.wbbpe.org.pl যেটাতে রাজ্যের প্রাথমিক টেট প্রার্থীরা অনায়াসে প্রবেশ করে নানান তথ্য জেনে নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পর্কে। রাজ্যে প্রাইমারি টেট (Primary TET 2017) এর রেজাল্ট প্রকাশ পাওয়ার পর ওয়েবসাইটে বেশ সমস্যা দেখা দিচ্ছিলো তাই WBBPE এর ওয়েবসাইট পরিবর্তন করে নতুন ওয়েবসাইট wbbpe.org.pl করা হয়েছে যাতে করে ভিসিট করা প্রার্থীদের কোনো অসুবিধা না হয়। 


OFFICIAL WEBSITE: wbbpe.org.pl




চাকরি ও নিয়োগ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment