একই সঙ্গে সুপারভাইজার ও সার্ভেয়ার পদে অসংখ্য কর্মী নিয়োগ (Supervisor Surveyor Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসকল চাকরি প্রার্থী সুদীর্ঘ দিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত বিবরণ জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: Indian Rare Earths Limited তথা IREL এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদ রয়েছে। সেক্ষেত্রে সুপারভাইজার ও সার্ভেয়ার পদ ছাড়াও আরো কয়েক ধরনের পদ রয়েছে। যেমন,
1. Junior Rajbhasha Adhikari
2. Junior Supervisor (Chemical)
3. Junior Supervisor (Admin)
4. Mining Mate
5. Mining Surveyor
6. Mining Foreman
7. Supervisor (Electrical)
8. Supervisor (Civil)
9. Supervisor (Finance)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 1 থেকে 5 নম্বর পদগুলোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। এবং 6 থেকে 9 নম্বর পদগুলোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা 33 বছর।
মাসিক বেতন: 1 থেকে 5 নম্বর পদগুলোর ক্ষেত্রে মাসিক বেতনক্রম 25000 – 68000/- টাকা। এবং 6 থেকে 9 নম্বর পদগুলোর ক্ষেত্রে মাসিক বেতনক্রম Rs.26500 – 72000/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন এক এক করে।
এক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: আগামী 14/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click here |
Official Website | Click here |
Apply Online | Click here |