সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি জারি। এসএসসি এর মাধ্যমে সারা রাজ্য জুড়ে অঢেল শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পড়াশোনা করার পর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং চাকরির খোঁজে থাকেন তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। SSC তথা Staff Selection Commission এর তরফ থেকে অসংখ্য Group- C পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারেন।
SSC CHSL Recruitment 2022
নিয়োগকারী সংস্থা:
স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) তথা SSC এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।
চাকরির নাম:
Combined Higher Secondary (10+2) Level তথা CHSL
পদের নাম:
মূলত বিভিন্ন Group-C পদে কর্মী নিয়োগ করা হবে। যথা-
- Data Entry Operator (DEO)
- Lower Division Clerk (LDC) / Junior Secretarial Assistant (JSA)
- Postal Assistant / Sorting Assistant
শিক্ষাগত যোগ্যতা:
SSC এর মাধ্যমে আয়োজিত যেকোনো গ্রূপ-সি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (12th) পাস করে থাকতে হবে।
বয়সসীমা:
- আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে।
- SC/ST দের বয়সে 5 বছরের এবং OBC দের 3 বছরের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম:
- Data Entry Operator (DEO): 25500-81100 টাকা মাসে
- Lower Division Clerk (LDC) / Junior Secretarial Assistant (JSA): 19900-63200 টাকা মাসে
- Postal Assistant / Sorting Assistant: 25500-81100 টাকা মাসে
আবেদন প্রক্রিয়া:
SSC এর Official Website এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীকে নিজের এক রঙিন পাসপোর্ট ফটো, সিগনেচার আপলোড করে সঙ্গে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদন করে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন ফি:
আবেদনকারীকে Staff Selection Commission (SSC) এর এই চাকরিতে আবেদন করতে 100 টাকা আবেদন ফি দিতে হবে। SC/ST/PWD এবং মহিলা আবেদনকারীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
Official Notification: Click Here
Official Website: ssc.nic.in
পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন