রেল বিভাগে জারি হয়েছে নতুন করে নিয়োগ (SE Railway Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে গ্রুপ সি, ডি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় এমন নিয়োগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান রেলওয়ে তথা ভারতীয় রেলের তত্ত্বাবধানে দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) এ নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম: রেল বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে মূলত Group-C এবং Group-D লেভেলের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চতর পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক, আইটিআই পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 33 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 20,200/- টাকা। সঙ্গে গ্রেড পে যুক্ত হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন।
1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে নিজের একটি সিগনেচার করুন।
5. সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 26 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা: The Chairman, Railway Recruitment Cell, Bungalow No.12A, Garden Reach, Kolkata-700043 (Near BNR Central Hospital)
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |