রেল বিভাগে নতুন করে জারি হয়েছে নিয়োগ (RRC WC Railway Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনরা যারা রেল বিভাগের চাকরিতে আগ্রহী এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী তাদের জন্য রেল বিভাগের তরফ থেকে দুর্দান্ত এক নিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে তিন হাজারেরও অধিক শূন্যপদে নিয়োগ করা হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে যেকেউ চাইলেই অনায়াসেই জানাতে পারেন আবেদন।

নিয়োগকারী সংস্থা: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তত্ত্বাবধানে পশ্চিম মধ্য রেল (West Central Railway) এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: প্রার্থীদের মূলত অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে মূলত ক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করা হবে –
1. Carpenter
2. Computer Operator and Programming Assistant
3. Electrician
4. Electronics Mechanic
5. Fitter
6. Painter (General)
7.Plumber
8. Pump Operator Cum Mechanic
9. Welder (Gas and Electric)
মোট শূন্যপদ: তিন হাজারেরও অধিক শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 3105 টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য বিশেষ যোগ্যতা থাকা দরকার যা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন এবং অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া সম্পন্ন করুন।
নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে দেবেন।
সবার শেষে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করুন এবং আবেদন শেষে আবেদনের প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন।
নিয়োগ প্রক্রিয়া: কোনো লিখিত পরীক্ষা সংঘটিত হচ্ছে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 14/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |