রেল ইন্ডিয়ার তরফে জারি হলো কর্মী নিয়োগ (RITES Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে এখানে সুপারভাইজার সহ অন্যান্য বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। আপনি একজন চাকরি প্রার্থী হয়ে যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে অনায়াসেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা: রেল ইন্ডিয়া তথা Rail India Technical and Economic Service অর্থাৎ RITES এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: প্রধান চার ধরনের পদে নেওয়া হবে কর্মী। পদগুলি হলো,
1. Supervisor cum Construction Manager
2. Draftsman(Civil)
3. Quality Assurance & Control Engineer
4. Field Quality Control Engineer(Civil)
শিক্ষাগত যোগ্যতা: Draftsman(Civil) পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করে থাকতে হবে।
অন্যান্য পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি তথা স্নাতক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 01/10/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 55 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। সেক্ষেত্রে সবচেয়ে উচ্চ লেভেলের পদের জন্য মাসিক বেতন 24,040/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে নিয়োগের অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।
সেখানে ক্লিক করলে একটি নতুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। এটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করুন।
সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে বললে আপলোড করে সব ঠিকঠাক আছে কিনা তা দেখে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: আগামী 17/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |