রাষ্ট্রীয় কেমিক্যালস এন্ড ফার্টিলাইজারস লিমিটেডের তরফে কর্মী নিয়োগ (RCF Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সবথেকে বড় কথা হলো, এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: রাষ্ট্রীয় কেমিক্যালস এন্ড ফার্টিলাইজারস লিমিটেড তথা Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: উল্লেখ্য, এখানে প্রার্থীদের প্রাথমিকভাবে অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে বেশ কয়েক ধরনের অ্যাপ্রেন্টিস রয়েছে। যথা,
পদ – গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ: এখানে মোট 157 টি শূন্যপদ রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ।
পদ – টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ: এখানে মোট 115 টি শূন্যপদ রয়েছে যেখানে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে অনেকগুলি ক্ষেত্র রয়েছে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে আবেদন জানাতে গেলে।
পদ – ট্রেড অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ: এখানে সব মিলিয়ে 136 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে আবেদন জানাতে গেলে ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ।
প্রার্থীর বয়সসীমা: যেকোনো ধরনের পদে আবেদনের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত আবেদন পদ্ধতি নিম্নরূপ।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে সবার প্রথমে ক্লিক করে নিন।
2. Recruitment – অপশনে ক্লিক করে “ENGAGEMENT OF APPRENTICES -2023-24” -তে ক্লিক করুন।
3. তারপর Apply Online বাটনে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নিন।
4. এক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
5. স্ক্যান করা নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: আগামী 07/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |