Primary TET Updates: 2017 টেট উত্তীর্ণদের কেও সার্টিফিকেট প্রদান। 2014, 2017 এর একই সঙ্গে ইন্টারভিউ নিয়ে নতুন টেট

ইতিমধ্যে রাজ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় যেখানে সাফ বলে দেওয়া হয়েছে যে যারা Primary TET 2014 এ উত্তীর্ণ হয়েছিলেন তাদের প্রত্যেককেই প্রদান করা হবে টেট সার্টিফিকেট (Primary TET Certificate)। মূলত এ ঘটনার পরই তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে রাজ্যের শিক্ষা মহলে। কারণ যদি এই সার্টিফিকেট এর মধ্য দিয়ে 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের লাইফটাইম স্বীকৃতি দিয়ে দেওয়া হয় তবে কী হবে রাজ্যের Primary TET 2017 উত্তীর্ণদের। কিংবা রাজ্যে যে নতুন টেট নেওয়ার কথা চলছে এবং তারা নতুন টেট পরীক্ষার্থী তাদেরই বা ভবিষ্যৎ কোথায়।

WB Primary TET 2022

সূত্র মারফত খবর অনুযায়ী 2014 টেট পাশ চাকরিপ্রার্থীদের পাশাপাশি রাজ্যের 2017 টেট পাশ চাকরিপ্রার্থীরাও পেতে চলেছেন টেট পাশের সার্টিফিকেট। অর্থাৎ এখন থেকে রাজ্যে টেট পাশ করলেই উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে এই সার্টিফিকেট। অনেকের মতে, এই সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে পর্ষদ (WBBPE) টেট এর নিয়োগকে স্থগিত রাখার সুযোগ পায়। এমনিতেই রাজ্যে শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment) নিয়ে অনিয়মের শেষ নেই। তার ওপর যদি সার্টিফিকেট প্রদান করা হয় তাহলে আর কোনো প্রশ্ন তুলতে পারবে না উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। অন্যদিকে পর্ষদের মতে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে উত্তীর্ণদের একটি নিরাপত্তা প্রদান করা হলো মাত্র যা দেখিয়ে তারা নির্দ্বিধায় পরবর্তী নিয়োগে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।
যদি 2017 টেট পাশ প্রার্থীদের টেট সার্টিফিকেট প্রদান করা হয় 2014 পাশ প্রার্থীদের সঙ্গে, তবে তাদের একসঙ্গে ইন্টারভিউ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত এতেই সংশয় প্রকাশ করছেন রাজ্যের নতুন 2017 টেট পাশ প্রার্থীরা। কেননা, তাদের নিয়োগ সম্পূর্ণ আলাদা। Primary TET 2014 এর সঙ্গে Primary TET 2017 এর তুলনা করা যায়না, কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে। তবুও কেনো 2017 দের সঙ্গে 2014 রা ইন্টারভিউ তে অংশগ্রহণ করবেন এ নিয়েই ক্ষোভ উগড়ে দিচ্ছেন 2017 টেট পাশ প্রার্থীরা। ইতিমধ্যেই রাজ্যে 16500 শূন্যপদে নিয়োগ করা হলো 2014 টেট পাশেদের এবং 2014 সালের টেট পাশ করার পর থেকে এখনও নিয়োগ হচ্ছে। যদি এমনটা ঘটে তবে রাজ্যে যে নতুন টেট (Primary TET 2022) নেওয়ার কথা বলেছিল তারই বা ভবিষ্যৎ কোথায়।

যাইহোক পর্ষদ (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্যের মতে এবার রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে আর কোনো রকম অনিয়ম ও অস্বচ্ছতা রাখা যাবে না। তাই 2014 এর টেট পাশ দের তথা 2014 Not Included দের নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন তারাম তারপরই আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশন জারি করবেন তারা। সঙ্গে তাদের কথা মত রাজ্যে সঙ্গে সঙ্গেই প্রকাশ করা হবে নতুন টেট এর বিজ্ঞপ্তি।
OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE
চাকরি ও নিয়োগের নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে আজই যুক্ত হন।

Leave a comment