Primary TET 2022 | 19 এপ্রিলের পরই রাজ্যে 2017 টেট উত্তীর্ণদের ইন্টারভিউ, প্রকাশ নতুন টেটের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এ মুহূর্তের সবচেয়ে বড় সুখবর। রাজ্যে দীর্ঘ জল্পনার পর অবশেষে কাটতে চলেছে শিক্ষক নিয়োগের জট। পশ্চিমবঙ্গে এবার জানা গেলো নতুন প্রাথমিক টেট (Primary TET 2022) পরীক্ষার তারিখ। এবং কবে হবে টেট উত্তীর্ণদের (Primary TET 2017) এর ইন্টারভিউ, সে বিষয়ে মিলল এক বিরাট আভাস। আগামী 19 এপ্রিল তারিখটি ঠিক করবে সব কিছু, যে রাজ্যে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ ও নিয়োগের পর পশ্চিমবঙ্গে ঠিক কবে পুনরায় হতে চলেছে নতুন করে প্রাইমারি টেট।

Primary TET 2022 New Notification

উল্লেখ্য, গত 10 জানুয়ারি, 2022 রাজ্যে Primary TET 2017 এর রেজাল্ট প্রকাশ পাওয়ার পর ডুমুরের ফুল নিয়োগ। নিয়োগ নিয়ে এযাবৎ সরাসরি মুখ খুলেননি কেউই। এই নিয়ে নানান প্রশ্ন জাগতে শুরু করেছে টেট উত্তীর্ণ দের মনে। তবে কি এবছরও হবে না টেটের নিয়োগ। অপরদিকে বারংবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়ে চলেছেন যে রাজ্যে এবার একটিও শূন্যপদ ফেলে রাখা হবেনা, প্রতিটি শিক্ষক শূন্যপদ পূরণ করা হবে।
অন্যদিকে রাজ্যে নতুন টেট পরীক্ষা প্রার্থীরা প্রতিনিয়ত দাবি তুলছেন রাজ্যে নতুন করে টেট এর বিজ্ঞপ্তি (Primary TET 2022 New Notification) প্রকাশ করার জন্য। এনিয়ে রাজ্য সরকার সরাসরি মুখ না খুললেও তারা খুব শীঘ্রই যে নিয়োগের পথে হাঁটছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার রাজ্যে পুরোপুরি স্বচ্ছভাবে এবং দুর্নীতিমুক্ত রেখে প্রকাশ করা হয়েছে প্রাথমিক টেট এর ফলাফল (Primary TET 2017 Result) মূলত এমনটাই দাবি জানিয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্য। এবং তিনি এও দাবি করেছেন যে রাজ্যে এর পর মুহূর্তে বাকি নিয়োগও হবে পুরোপুরি ঠিকঠাকভাবে। হয়তো সে কারণেই একটু বিলম্ব ঘটেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। 
অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি দুজনই তৎপর নিয়োগের ব্যাপারে। অন্যদিকে WBBPE এর মতে তাদের ওয়েবসাইট তথা প্রাথমিক পর্ষদের ওয়েবসাইট এ বেশ কিছুদিন নানান টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছিল যার দরুন তাদের পক্ষ থেকে আগের ওয়েবসাইট www.wbbpe.org পরিবর্তন করে নতুন করে www.wbbpe.org.pl ওয়েবসাইটটি খোলা হয়েছে। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত রাখা হবেনা।
বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী 19 এপ্রিল, 2022 তারিখের পর পরই জানা যাবে কবে হবে রাজ্যে Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ এবং কবেই বা হবে তাদের নিয়োগ। কারণ রাজ্যে টেট এর ফলাফল প্রকাশ করার পর RTI তথা স্ক্রুটিনি এর জন্য যে সময় দেওয়া হয়েছিল তা পূর্ণ হবে এই তারিখেই যার পরই পরিষ্কার হবে সব কিছু। সঙ্গে অতি শীঘ্রই প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
OFFICIAL WEBSITE: www.wbbpe.org.pl


প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খোঁজ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment