Primary TET 2022: অবশেষে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শীঘ্রই করুন আবেদন

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ (WB Primary Teacher Recruitment 2022)। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং শিক্ষকতা পেশা পছন্দ করেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ সমানভাবে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। Primary TET 2017 এর ফলাফল প্রকাশ পাওয়ার পরও নিয়োগ নিয়ে কোনো রকম খবর নেই। আশা করা যাচ্ছে যে অতি শীঘ্রই রাজ্য এর Primary TET 2017 উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। এবং সঙ্গে Primary TET 2022 এর নিয়োগের জন্য শুরু হবে ফর্ম ফিলাপ।

WB Primary Teacher Recruitment 2022

ইতিমধ্যেই রাজ্যে নতুন করে অসংখ্য শূন্যপদে প্রাথমিক শিক্ষক (West Bengal Primary Teacher Recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো।

পদের নাম:

রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে মূলত আবাসিক ও অনাবাসিক সহকারি শিক্ষক ও শিক্ষিকা (Assistant Teacher) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

আপনি যদি এই শিক্ষক নিয়োগের চাকরিতে আবেদন করতে চান তবে আপনাকে সর্বপ্রথম যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে মূলত 60% নম্বর সহকারে। সঙ্গে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। এবং যেকোনো স্বীকৃত সংস্থা থেকে দুবছরের B.ED কোর্স করা থাকতে হবে।

যে যে বিষয়ে নিয়োগ:

মূলত যে যে বিষয়ের ওপর শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করার কথা বলা হয়েছে সেগুলি হলো –
1. বাংলা
2. ইংরেজি
3. ইতিহাস
4. ভূগোল
5. ভৌত বিজ্ঞান

আবেদন প্রক্রিয়া:

আপনি এই শিক্ষক নিয়োগের চাকরিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র অফলাইনের মাধ্যমে। 
1. সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র (Application Form) বানিয়ে নিন।
2. আবেদনপত্র (Application Form) টিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
3. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
4. শেষে আবেদনপত্র টি খামের ভেতর ভরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।

নিয়োগ প্রক্রিয়া:

রাজ্যের Primary TET কিংবা WBSSC এর মতো কোনো প্রকার পরীক্ষা অনুষ্ঠিত হবে না নিয়োগের ক্ষেত্রে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।

বেতনক্রম:

নিয়োগের সঙ্গে সঙ্গে আবেদনকারীদের মাসে 15000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের সময়সীমা:

অফলাইনের মাধ্যমে এই শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন আগামী 31/03/2022 তারিখের মধ্যে।
নিয়োগের সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারেন।




Leave a comment