নানান টানাপোড়েনের পর দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে প্রকাশ পেলো প্রাথমিক টেটের রেজাল্ট (Primary TET 2017 Result)। 2017 সালে পশ্চিমবঙ্গে শেষ বারের মতো প্রকাশ পেয়েছিলো Primary TET এর বিজ্ঞপ্তি এবং সুদীর্ঘ চার বছর প্রতীক্ষার পর 2021 সালের 31 জানুয়ারী রাজ্যে সংঘটিত হলো WB Primary TET পরীক্ষা।
Primary TET 2017 Result পাশের হার
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, এবার Primary TET 2017 এ পরীক্ষার জন্য আবেদন পড়ার পর মোট বৈধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2 লক্ষ 45 হাজার 344 জন। এর মধ্যে পরীক্ষাতে বসেছিল 1 লক্ষ 89 হাজার 814 জন। সোমবার সাংবাদিক বৈঠকে বসে সরাসরি প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান যে, রাজ্যে এবার মোট Primary TET 2021 এর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,896 জন। মানিকবাবু আরো বলেন যে নানান কারণবশত প্রায় 12 জনের পরীক্ষা বাতিল হয়েছে। এবার Primary TET 2017 এর পরীক্ষায় পাশের হার শুধুমাত্র 5 শতাংশ।
Primary TET 2017 Result বিলম্ব করার কারণ
Primary TET 2017 Result প্রকাশ হতে এতো দেরি হলো কেন জানতে চাইলে পর্ষদ সভাপতি বলেন যে এবার ফলাফল পুরোপুরি স্বচ্ছ ভাবে প্রকাশ করতেই এতো দেরি করা হয়েছে। তার প্রতি বারেই রেজাল্ট প্রকাশ পাওয়ার পর আইনি জটিলতার মধ্যে পড়তে হয়েছে Primary TET Result কে। এবং বারংবার আদালতের দ্বারস্থ হতে হতে ব্যাঘাত ঘটেছে নিয়োগ প্রক্রিয়াতে। তাই কেউ যাতে কোনো রকম কোনো আঙ্গুল তুলতে না পারে তাই Primary TET 2017 Result এবার দুর্নীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে রাখতে এবং রেজাল্ট স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে গিয়েই একটু সময় লেগে যায়।
আরও পড়ুন: Primary TET 2017 Vacancy: জানা গেলো প্রাথমিক শিক্ষকের শূন্যপদ, টেট উত্তীর্ণদের প্রত্যেককেই চাকরি
Primary TET 2017 ইন্টরভিউ ও নিয়োগ কবে?
তবে কবে হবে এই Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ এবং কবেই বা করা হবে তাদের নিয়োগ এ নিয়ে এক প্রকার সংশয় থেকেই যায়। WBBPE এর সভাপতি মানিকবাবু সেদিন সাংবাদিক বৈঠকে অবশ্য বলেছেন যে, টেট এর রেজাল্টের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। তার মতে এগুলো অর্থাৎ Primary TET নিয়োগ নিয়ে ভাববেন শিক্ষাদপ্তর তথা রাজ্য সরকার। তাই রাজ্য সরকার পর্ষদের সঙ্গে আলোচনা করে যেদিন নিয়োগের দিন ঘোষণা করবেন, সেদিনই হবে নিয়োগ।
পরবর্তী টেট (Primary TET 2022) কবে?
তবে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী 2022 এর মার্চের মধ্যে আবার নতুন টেট (WB Primary TET 2022) নেওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই মোতাবেক অতি শীঘ্রই Primary TET 2017 এর নিয়োগ সম্পন্ন করতে হবে। এবং নিয়োগ যদি আগামী টেটের আগে সম্পন্ন করতে হয় তবে Primary TET 2017 এর ইন্টারভিউ খুব শীঘ্রই হয়ে যেতে পারে।
Official Website: www.wbbpe.org
For More Govt Job: Click Here
আরও পড়ুন: 8700 শূন্যপদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, D.El.Ed ও B.Ed যোগ্যতায় আবেদন
এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel