সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে প্রকাশ করা হলো Primary TET 2017 এর রেজাল্ট। সোমবার Primary TET 2017 Result প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে তৈরি হলো নতুন জল্পনার। কবে হবে এই টেট উত্তীর্ণদের নিয়োগ এবং কবেই বা সংঘটিত হবে ইন্টারভিউ? পশ্চিমবঙ্গের এই Primary TET এর পরীক্ষা নিয়ে আগাগোড়াই রাজ্যে জল্পনা কম ছিল না, কম হয়নি জলঘোলা। সেই 2017 সালে রাজ্যে প্রকাশ পেয়েছিল Primary TET 2017 এর বিজ্ঞপ্তি। তারপর নানান আইনি জটিলতার ফাঁদে পড়ে বারংবার থমকে যেতে হয়েছে 2017 এর প্রাথমিক টেটের পরীক্ষাকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নানান টানাপোড়েনের পর তারপর সুদীর্ঘ 4 বছর পর রাজ্যে আয়োজিত হয় Primary TET 2017 এর পরীক্ষা। এর মাঝে রাজ্যের লক্ষাধিক প্রাথমিক টেটের চাকরিপ্রার্থীরা কীভাবে তীর্থের কাকের মতো অপেক্ষা করে দিন গুনেছে এটি শুধুমাত্র তারা নিজেরাই জানে।
Primary TET 2017 Result মোট পরীক্ষার্থী ও পাশের হার
উল্লেখ্য, 2021 সালের 31 জানুয়ারি রাজ্যে সংঘটিত হয় Primary TET 2017 এর পরীক্ষা। পরীক্ষার জন্য মোট আবেদন করেছিলেন প্রায় 2 লক্ষ 45 হাজার 344 জন। এবং পরীক্ষা দিয়েছিলেন 1 লক্ষ 89 হাজার 814 জন পরীক্ষার্থী। নানান কারণের ফলে প্রায় 12 জনের পরীক্ষা বাতিল হয়েছে। এবং পরীক্ষাতে পাশ করেছেন 9 হাজার 896 জন প্রার্থী।
Primary TET 2017 Result পাশের হার কমের কারণ
এবার মোট পরীক্ষার্থীর তুলনায় পাশের হার অত্যন্ত কম। শুধুমাত্র 5% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন 2017 এর Primary TET এ। তবে পাশের হার এতো কম কেন এ নিয়ে নানান মহলে নানান জল্পনার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে যে, পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলকভাবে অনেকটাই কঠিন ছিল অন্যান্য বারের তুলনায়। সেই কারণেই হয়তো এবার পাশের হার আশানুরূপ হয়নি। সব থেকে বড়ো কথা হলো প্রাথমিক টেটের পরীক্ষায় কোনো CUT OFF MARKS এর সিস্টেম নেই। পরীক্ষায় পাশ করার জন্য শুধু একটি পাস মার্কস ধরে দেওয়া হয়েছে।
Primary TET 2017 এর নিয়োগ নিয়ে কী বললেন মানিক ভট্টাচার্য ?
সোমবার Primary TET 2017 Result প্রকাশ করার সময় সাংবাদিক বৈঠকে বসে প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন – “টেট পরীক্ষার সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। টেট একটি Teacher Eligibility Test, টেট একটি পরীক্ষা যে পরীক্ষায় পাশ করলে আপনি নিয়োগের আবেদন করার যোগ্য হবেন। সুতরাং, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানে হচ্ছে সে নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে সেখানে সে আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্ত নেই সরকার এবং সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কত শিক্ষকের প্রয়োজন, কত ভ্যাকেন্সি মোট কত শিক্ষক ইত্যাদি সব কিছুর সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গ সরকার।” অর্থাৎ শুধু টেট এ পাশ করলেই চাকরি নয়, সঙ্গে নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করে সেখানেও উত্তীর্ণ হতে হবে।
Official Website: www.wbbpe.org
For More Govt Job: Click Here
আরও পড়ুন: 8700 শূন্যপদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, D.El.Ed ও B.Ed যোগ্যতায় আবেদন
এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel