Primary TET 2017: টেট -এর ইন্টারভিউয়ে ডাক পেতে পারেন আরো নতুন চাকরিপ্রার্থী, নিয়োগে বাড়বে প্রতিযোগিতা

গত 10 জানুয়ারি, 2022 তথা সোমবারে রাজ্যে প্রকাশ পেয়েছে Primary TET 2017 এর রেজাল্ট। রেজাল্ট বেরোতে না বেরোতেই চারিদিকে নানান জল্পনার সৃষ্টি হয়েছে। কবে হবে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ এবং কবে তাদের নিয়োগ, এ নিয়ে নানান প্রশ্ন জাগছে সবার মনে। তবে সব থেকে বেশি করে যে বিষয়টি ভাবাচ্ছে চাকরিপ্রার্থীদের সেটি হলো 2017 এর প্রাথমিক টেট এর ইন্টারভিউয়ে ঠিক কারা ডাক পাবেন। অর্থাৎ Primary TET 2014 Not Included রাও কি ডাক পেতে পারেন Primary TET 2017 এর ইন্টারভিউয়ে? এ নিয়ে সংশয়ে ভুগছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।


wb primary tet 2017 result

Primary TET 2017 Result পাশের হার ও শূন্যপদ 

উল্লেখ্য, এবার Primary TET 2017 Result প্রকাশ পাওয়ার পর যেটা দেখা গেলো সেটি হলো রাজ্যে প্রাইমারি টেট এ পাশের পর অনেকটাই কম। প্রায় 1 লক্ষ 90 হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেন এবং Primary TET 2017 এর পরীক্ষায় পাশের পরিমান 10 হাজারেরও কম। শুধুমাত্র 5 শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছেন এবারের WB Primary TET এ। পাশের হারের তুলনায় শূন্যপদ (Vacancy) অনেকটাই বেশি বলে ধারণা করা হচ্ছিলো। কারণ রাজ্যে বর্তমানে প্রায় 15 হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) শিক্ষকের ঘাটতি রয়েছে। 


Primary TET 2017 এর নিয়োগে প্রতিযোগিতা 

তবে Primary TET 2017 এর পরীক্ষা পরবর্তী নিয়োগ ক্ষেত্রে 2014 এর Not Included দের যদি অংশগ্রন করানো হয় তবে নিয়োগে প্রবল প্রতিযোগিতা লক্ষ্য করা যাবে। কারণ তখন শূন্যপদের চেয়ে চাকরিপ্রার্থীদের সংখ্যা বেশি হবে।  Primary TET 2014 Not Included -রা প্রতিনিয়ত রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তাদের নিয়োগ করে দেওয়ার জন্য। বৃহস্পতিবার সল্টলেকে করুণাময়ী APC ভবনের সামনে তারা বিপুল সংখ্যায় উপস্থিত হন তাদের নিয়োগের হকের দাবিতে।



Primary TET 2014 Not Included দের কি এই ইন্টারভিউয়ে ডাকবে?

2014 এর Not Included চাকরিপ্রার্থীদের Primary TET 2017 এর ইন্টারভিউয়ে ডাকবে কিনা এ নিয়ে প্রবল জল্পনার সৃষ্টি হয়েছে। কেন্দ্র -এর NCTE-এর নিয়ম অনুযায়ী টেট -এ একবার পাশ করলে পরবর্তীতেও Primary TET Interview এর জন্য ডাক পাওয়া যায়। অন্যদিকে মানিক বাবুর কথা অনুসারে TET একটি পরীক্ষা মাত্র এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। সেই দিক দিয়ে ভেবে দেখলে Primary TET 2014 Not Included রাও সমানভাবে এই 2017 এর Primary TET এর ইন্টারভিয়ে আবেদনের যোগ্য। এবার সেটি পর্ষদ তথা রাজ্য সরকার ভেবে দেখবেন। 





Official Website: www.wbbpe.org


এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel 

Leave a comment