Primary TET: রাজ্যে সরকারি প্রাথমিক স্কুলে নানান যোগ্যতায় শিক্ষক নিয়োগ | WB Primary Teacher Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো শিক্ষক পদে নিয়োগের জন্য। পশ্চিমবঙ্গের এক সরকারি স্কুলে প্রাথমিক শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি শিক্ষকতার কাজ করতে চান তবে নিয়োগের খবরটি দেখতে পারেন। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন করতে পারবেন এখানে। কোনো রকম লিখিত পরীক্ষা তথা TET ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত দেওয়া হলো।



WB Primary Teacher Recruitment 2022




পদের নাম: পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে (Primary School) মূলত প্রাক-প্রাথমিক শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: এই শিক্ষক পদে আবেদন করতে আবেদনকারীর যে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন- 

1. এই শিক্ষক পদে আবেদন করতে আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। 

2. সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে আবেদনকারীকে 2 বছরের D.EL.ED কিংবা B.ED করা থাকতে হবে।


বয়সসীমা: প্রাক প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 


নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম জটিল লিখিত পরীক্ষা যেমন Primary TET সংঘটিত হবে না এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে শিক্ষক-শিক্ষিকা পদে।


আবেদন প্রক্রিয়া: অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে হাতে লিখে একটি আবেদনপত্র বানিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট জুড়ে দিয়ে তা উক্ত বিদ্যালয়ে পাঠাতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে।


প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনপত্রের সঙ্গে মূলত যেসব ডকুমেন্ট পাঠাতে হবে- 

1. একটি আবেদনপত্র 
2. একটি BIO DATA 
3. বয়সের প্রমাণপত্র 
4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 
5. ভোটার কিংবা রেশন কার্ড 
6. নিজের পাসপোর্ট ফটো ইত্যাদি 





ইন্টারভিউয়ের দিন ও সময়: ইন্টারভিউ সংঘটিত হবে আগামী 26/02/2022 তারিখে সকাল 10:30 থেকে।


আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা শিক্ষক পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী 24/02/2022 তারিখের মধ্যে।



Official Notification: Click Here 



এরকম আরো চাকরির আপডেট পেতে- 

আমাদের টেলিগ্রাম চ্যানেল: যুক্ত হন 

আমাদের ফেইসবুক পেজ: যুক্ত হন 

Leave a comment