Primary TET: রাজ্যে অবশেষে প্রাইমারি শিক্ষক নিয়োগ, D.EL.ED, B.ED পাশে সবাই আবেদন যোগ্য | WB Teacher Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যে এবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে (WB Primary Teacher Recruitment and WB Upper Primary Teacher Recruitment)। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment 2022) এর চাকরির জন্য আবেদন করতে পারবেন। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগে অংশগ্রহণ করা যাবে। এবং সব থেকে বড় কথা হলো Primary TET কিংবা WBSSC ছাড়াই সরাসরি প্রার্থী বাছাই করে শিক্ষক ও শিক্ষিকা পদে নিয়োগ করা হবে। আবেদনের বিস্তারিত খুঁটিনাটি নিচে আলোচনা করা হলো।

WB Primary Teacher Recruitment 2022

পদের নাম:

এখানে বিভিন্ন বিভাগে অসংখ্য শূন্যপদে প্রাথমিক তথা প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা (Assistant Primary Teacher) নিয়োগ করা হবে। যেমন – 
1. নিম্ন বুনিয়াদি শিক্ষক: এই বিভাগে প্রথম থেকে চতুর্থ শ্রেণী (Class 1 to 4) পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।

2. আবাসিক শিক্ষক: সঙ্গে প্রাইমারি বিদ্যালয়ে বেশ কিছু আবাসিক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ের ওপর। 
3. অনাবাসিক শিক্ষক: আবাসিক শিক্ষক ও শিক্ষিকার পাশাপশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নিয়োগ করা হবে অনাবাসিক শিক্ষক এবং শিক্ষিকা।

যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ:

এবার রাজ্যে বিভিন্ন বিষয়ের ওপর বিষয়ভিত্তিক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে বিভিন্ন Primary School ও Upper Primary School এ। যেমন –
1. বাংলা

2. ইংরেজি

3. ইতিহাস

4. ভূগোল

5. বিজ্ঞান ইত্যাদি

শিক্ষাগত যোগ্যতা:

1.পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ (WB Primary Teacher Recruitment 2022) এর জন্য আবেদন করতে আপনাকে রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
2. সঙ্গে রাজ্যে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করা থাকতে হবে।
3. যেকোনো স্বীকৃত সংস্থা থেকে দু বছরের D.EL.ED কিংবা B.ED রাও এখানে সমানভাবে আবেদনের যোগ্য।

বয়সসীমা:

Primary TET 2022 এর মত এই প্রাইমারি শিক্ষক নিয়োগ এর পরীক্ষাতেও আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment) এর চাকরিতে আবেদন করতে চাইলে নিম্নলিখিত পর্যায়ে আবেদন করে নিতে পারেন –
Step- 1: প্রথমে ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিন নিয়োগের।
Step- 2: তারপর নিজের হাতে একটি আবেদনপত্র বানিয়ে নিতে হবে।
Step- 3: আবেদনপত্রটি নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
Step- 4: নিজের যাবতীয় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
Step- 5: সবার শেষে আবেদনপত্র খামের ভেতর ভরে তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
Step-6: আপনি Email কিংবা Post এর মাধ্যমে আপনার আবেদনপত্র পাঠাতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া:

প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment 2022) ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যারা যারা আবেদন করবেন তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রস্তুত করে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। তারপর তাদের সরকারি শিক্ষক ও শিক্ষিকা পদে নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ (TET Teacher Recruitment) এর জন্য আবেদন করতে পারবেন রাজ্যের যেকোন প্রার্থী। মূলত পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনের সময় যেসব গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট আপনার সঙ্গে রাখতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. স্নাতক পাশ এর সার্টিফিকেট
3. ভোটার কিংবা আঁধার কার্ড
4. পাসপোর্ট রঙিন ফটো
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো
6. নিজের হাতে বানানো একটি আবেদনপত্র
7. একটি নিজস্ব Bio Data
8. সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
9. মাধ্যমিকের মার্কশিট
10. D.El.Ed পাশ এর সার্টিফিকেট (যদি থাকে তো)
11. B.ED পাশ এর সার্টিফিকেট (যদি থাকে তো)
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরো সবিস্তারে কিছু জানার থাকলে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিতে পারেন। নিচে নিয়োগের বিজ্ঞপ্তি তথা নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে।




চাকরি ও নিয়োগ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment