Primary TET: পশ্চিমবঙ্গে অসংখ্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি | Teacher Recruitment 2022 West Bengal

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। বিভিন্ন শিক্ষক পদের চাকরিতে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। নানান যোগ্যতায় এই শিক্ষক-শিক্ষিকা পদে কর্মী নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) এর পক্ষ থেকে হবে এই শিক্ষক পদের নিয়োগ। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করেছেন এবং শিক্ষকের পেশা করতে চান, তবে এই চাকরির জন্য আবেদন করতে বিস্তারিত জেনে নিন।



wb teacher recruitment 2022
নিয়োগকারী সংস্থা: কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) এর পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


পদের নাম: বিভিন্ন প্রকার শিক্ষক-শিক্ষিকা পদে হবে নিয়োগ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে। যথা- 

1. প্রাথমিক শিক্ষক (Primary Teacher)

2. উচ্চ-প্রাথমিক শিক্ষক (Upper Primary Teacher)

3. মাধ্যমিক শিক্ষক (High School Teacher)


1. প্রাথমিক শিক্ষক (Primary Teacher)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকে 50 % নম্বর পেয়ে পাস্ করতে হবে। সঙ্গে দু-বছরের B.ED কিংবা D.EL.ED করা থাকতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছর বয়সের মধ্যে। 


2. উচ্চ-প্রাথমিক শিক্ষক (Upper Primary Teacher)

বিষয়: নিম্নলিখিত বিষয়ের ওপর এই শিক্ষক নিয়োগ করা হবে-

1. অংক 

2. বিজ্ঞান 

3. সমাজ বিজ্ঞান 

4. সংস্কৃত  


শিক্ষাগত যোগ্যতা: উক্ত বিষয়গুলির যেকোনো একটিকে 50% নম্বরসহ স্নাতক পাস করতে হবে। সঙ্গে যেকোনো স্বীকৃত বোর্ড সংস্থা থেকে B.ED করা থাকতে হবে।


বয়সসীমা: এই শিক্ষক পদে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে।


3. মাধ্যমিক শিক্ষক (High School Teacher)

বিষয়: যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে তা হলো- 

1. ইংরেজি 

2. হিন্দি 

3. ফিজিক্স 

4. বায়োলজি 

5. অংক 

6. কমার্স 

7. ইকোনমিক্স 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি উক্ত যেকোনো একটি বিষযয়ের ওপর স্নাতকোত্তর পাস করে থাকতে হবে 50% নম্বরসহ। সঙ্গে দু-বছরের B.ED ডিগ্রি করে থাকতে হবে।





বয়সসীমা: এই চাকরিতে আবেদনের জন্য বয়স লাগবে 21-40 বছরের মধ্যে।



আবেদন প্রক্রিয়া: এই কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা পদের জন্য আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। আপনারা সরাসরি একেবারে ইন্টারভিউয়ের দিন আপনাদের যাবতীয় ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে পারেন। কোনো রকম আবেদন ফি ছাড়াই সরাসরি  Walk-In-Interview এর দিন এসে ইন্টারভিউ দিতে পারবেন। মূলত Google Form ফিলাপ এর মধ্য দিয়ে প্রাথমিক রেসাজিস্ট্রেশন করে নিতে হবে যার লিংক অফিশিয়াল ওয়েবসাইট এ খুব ভালো করে দেওয়া আছে।


প্রয়োজনীয় ডকুমেন্ট: সঙ্গে যেসব ডকুমেন্ট আনতে হবে ইন্টারভিউয়ের দিন- 

1. মাধ্যমিকের এডমিট 

2. উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট 

3. স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশের সার্টিফিকেট ও মার্কশিট 

4. ভোটার কিংবা রেশন কার্ড 

5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


আবেদনের সময়সীমা: আগামী 07/03/2022 তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে।




Official Notification: Click Here

Official Website: Click Here

For Teacher WB Govt Job: Click Here

Leave a comment