প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে গ্রুপ সি কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক | PMSSY Group C Recruitment 2023

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে বিভিন্ন গ্রুপ সি কর্মী নিয়োগ (PMSSY Group C Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে অনায়াসেই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত বিবরণ।

PMSSY Group C Recruitment 2023

পদের নাম: একই সঙ্গে বিভিন্ন গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলি হলো –

1. Social Worker

2. Office/Stores Attendant (Multitasking)

3. Lower Division Clerk

4. Stenographer (S)

5. Driver (Ordinary Grade)

6. Junior Warden (House Keeper)

7. Dissection Hall Attendants

8. Upper Division Clerk 

9. Data Entry Operator Grade A

10. Junior Scale Steno (Hindi)

11. Security-cum-Fire Jamadar

12. Store keeper-cum-Clerk

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর লেভেলের পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ কিংবা স্নাতক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। 

1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

3. এক্ষেত্রে নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।

4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষা তথা CBT (Computer Based Test) এর জন্য। এখানে উত্তীর্ণ হলে প্রার্থীরা ডাক পাবেন পরবর্তী ধাপে তথা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সবার শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত হবে।

আবেদনের সময়সীমা: আগামী 30/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক নিচে দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Important Links
Official NotificationClick Here 
Official Website Click Here 
Apply OnlineClick Here 

Leave a comment