MTS, LDC, Stenographer ও অন্যান্য Group C ও Group D পদে নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায়, মাসিক উচ্চ বেতনে সরকারি নিয়োগ

আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার অসংখ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ Group C Recruitment) and (Group D Recruitment) হতে চলেছে রাজ্যজুড়ে। সব থেকে বড় কথা হলো অসংখ্য শূন্যপদে ও বিভিন্ন ধরনের Group C পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। আপনি এখানে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় অনায়াসে চাকরির নিয়োগে আবেদন করতে পারবেন। রাজ্যের নানান প্রান্ত থেকে নারী কিংবা পুরুষ যেকেউ এখানে আবেদনের যোগ্য। 10 ধরনের Group C ও Group D পদে বিরাট এই নিয়োগ এর চাকরিতে আপনিও করতে পারেন অংশগ্রহণ। আপনি যদি এখানে আবেদন করতে চান, নিচে সবিস্তারে আলোচনা করা হলো, দেখে আবেদন করে নিতে পারেন।

Group C and Group D Recruitment, LDC Recruitment, MTS Recruitment, Stenographer Recruitment

পদের নাম: 

মূলত 10 প্রকার Group C ও Group D পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা – 
1. Stenographer Grade II
2. Lower Division Clerk (LDC)
3. Tally Clerk
4. Cook
5. Multi Tasking Staff / MTS (Safaiwala)
6. Assistant Accountant
7. MTS (Watchman)
8. MTS (Messenger)
9. Carpenter 
10. Regular Labourer

শিক্ষাগত যোগ্যতা: 

1. এই Group D নিয়োগের চাকরিতে আবেদন করতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।
2. এবং Group C পদের ক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
3. সঙ্গে কিছু কিছু পদে আবেদনের ক্ষেত্রে পূর্ব কিছু কর্ম অভিজ্ঞতার প্রয়োজন আছে।
4. এবং বেশ কিছু Group C এর টেকনিক্যাল পদে আবেদনের জন্য আপনার সাধারণ কম্পিউটার জ্ঞানের প্রয়োজন পড়বে।

বয়সসীমা: 

1. Group C ও Group D এর যেকোনো পদে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে।
2. SC/ST দের বয়সে 5 বছরের এবং OBC দের বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম: 

মাসে মোটা অংকের টাকা বেতন দেওয়া হবে কর্মীদের।
1. Group C কর্মীদের মাসিক বেতন 25500 থেকে 81100 টাকা।
2. Group D কর্মীদের মাসিক বেতন 18000 থেকে 56900 টাকা। এবং বেশ কিছু নির্দিষ্ট পদে বেতনের কিছু উনিশ বিশ দেখা যেতে পারে।

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগের ক্ষেত্রে আপাতত কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরাসরি মেরিট লিস্ট বের করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া Step by step:

1. অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে যার লিংক নিচে দেওয়া হলো।
2. সেটিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
3. বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
4. সর্বশেষে আবেদনপত্রটি একটি খাম এর মধ্যে ভরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।

প্রয়োজনীয় ডকুমেন্ট: 

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে –
1. মাধ্যমিক পাস এর সার্টিফিকেট ও মার্কশিট 
2. বয়সের প্রমাণপত্র 
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. শিক্ষাগত যোগ্যতা এর সার্টিফিকেট 
5. পোস্টাল স্ট্যাম্প লাগানো দুটি খাম
6. দুই কপি রঙিন পাসপোর্ট ফটো

আবেদন পাঠানোর ঠিকানা:

The Commandant, Embarkation Headquarters, 2nd Floor, Nav Bhavan Building, 10 R Kamani Marg, Ballard Estate, Mumbai-400 001

আবেদনের সময়সীমা: 

আবেদন করতে পারবেন আগামী 07/03/2022 তারিখের মধ্যে।

Official Notification: Click Here

Application Form: Click Here

Official Website: Click Here

For More Job News: Click Here

Leave a comment