Duare Ration Recruitment
খবর সম্প্রীতি ডেস্কঃ রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের অধীনে যতগুলি প্রকল্প এতদিন অব্দি চালু হয়েছে তাদের মধ্যে বিশেষভাবে অন্যতম একটি হলো দুয়ারে রেশন প্রকল্প (DUARE RATION SCHEME)। লকডাউনের সময় বাংলার সাধারণ মানুষের সুবিধার্থে চালু হয় এই প্রকল্প যা এযাবৎ খুব ভালো ভাবেই চলছে। তবুও থেমে নেই রাজ্য সরকার, বারংবার সংস্কার করেছেন এই প্রকল্পের যাতে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে সঠিকভাবে পৌঁছোতে পারে তাদের প্রাপ্য রেশন।
এবার রাজ্য সরকার আরও একটি সুন্দর পদক্ষেপ নিল দুয়ারে রেশন প্রকল্পের উন্নতি সাধনে যা চোখে পড়ার মতো। রাজ্য সরকার এবার সক্রিয় অংশগ্রহন করবে রাজ্যে ডিলারশিপ (DEALERSHIP) নিয়োগে এবং ডিলারদের উৎসাহিত করবেন তারা যাতে দুয়ারে রেশনে কর্মী নিয়োগ করতে পারেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এমন কথা এবং সঙ্গে বলেছেন যে ডিলাররা এখন থেকে তাদের অধীনে ২জন করে কর্মী নিয়োগ করতে পারবেন, এমনই ছাড়পত্র দেওয়া হলো তাদের। সঙ্গে তাদের কর্মী নিয়োগ করতে উৎসাহিত করতে কর্মীদের অর্ধেক বেতন বহন করবে রাজ্য সরকার, অর্থাৎ মোট ১০ হাজার টাকা বেতনের মধ্যে ৫হাজার টাকা বেতন দেবে রাজ্য সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় এর মতে এবার থেকে নতুনভাবে সংস্করণ এর পর দুয়ারে রেশন প্রকল্প থেকে রাজ্যের কোনো ব্যক্তি আর বঞ্চিত হবেন না। রাজ্যের ১০ কোটি মানুষ এখন থেকে নিজেদের ঘরে বসেই উপভোগ করতে পারবেন দুয়ারে রেশন প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা। এই কাজে দরকার অনেক রেশন কর্মী, তাই রাজ্যের রেশন ডিলারদের হাত ধরেই দুয়ারে রেশনে প্রায় ৪২ হাজার শূন্যপদে চাকরি দেবে রাজ্য সরকার। এবং এ প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রী বলেছেন, ডিলাররা নিজেদের গাড়ি ব্যবহার করে মানুষের বাড়িতে রেশন পৌঁছে দিতে সাহায্য করলে তাদের গাড়ি কিনতে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে এবং এর সঙ্গে গাড়ির যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।