ISRO -তে ন্যুনতম মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বেতন 19,900/- টাকা | ISRO Recruitment 2024

ISRO -এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ (ISRO Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনারা যারা ISRO -এর মতো এমন একটি স্বনামধন্য এবং মর্যাদাপূর্ণ ক্ষেত্রে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।

ISRO Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) তথা ISRO এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: এখানে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. ফায়ারম্যান – এ

2. কুক

3. লাইট ভেহিকেল ড্রাইভার

4. হেভি ভেহিকেল ড্রাইভার

5. টেকনিশিয়ান – বি

6. লাইব্রেরি এসিস্ট্যান্ট

7. টেকনিক্যাল এসিস্ট্যান্ট

8. সাইন্টিফিক এসিস্ট্যান্ট

9. সাইন্টিস্ট/ ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। উচ্চতর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: সর্বনিম্ন লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে। সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 56,100/- টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. এক্ষেত্রে নিজেদের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।

3. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।

4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগামী 01 মার্চ, 2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। 

Important Links
Official NotificationClick Here 
Official WebsiteClick Here 
Apply OnlineClick Here 

Leave a comment