ভারতীয় পরিসংখ্যান বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গে নিয়োগ (ISI Recruitment West Bengal) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে নিয়োগের খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। এখানে আপনারা অতি সহজেই ইমেলের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: ভারতীয় পরিসংখ্যান বিভাগ তথা Indian Statistical Institute এর তত্ত্বাবধানে রাজ্যে নিয়োগ করা পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে।
পদের নাম: ISI এর নিয়োগের মধ্য দিয়ে মূলত লাইব্রেরি ট্রেনী (Library Trainee) পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে MLISc করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর রাখা হয়েছে। 01 নভেম্বর, 2023 তারিখের হিসাবে এই বয়সের নিচে বয়স হলেই আবেদন যোগ্য। সরকারি নিয়ম মেনে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন: উল্লিখিত পদে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 15,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন। তারপর ফটো তথা স্ক্যান করে নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদনের সময়সীমা: আগামী 08 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যেই ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর আগামী 14/12/2023 তারিখে অনলাইন অথবা অফলাইন টেস্ট এর আয়োজন করা হবে। এবং আগামী 15/12/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে।
নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন। সেখানেই আবেদন পাঠানোর ইমেল ঠিকানা দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |