ইন্ডিয়ান অয়েলে অসংখ্য নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন | IOCL Recruitment 2024

ইন্ডিয়ান অয়েলে এর পক্ষ থেকে জারি হয়েছে নিয়োগ (IOCL Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন পদ তথা ক্ষেত্রে নিয়োগ সম্পন্ন হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনি কি ভালো কোনো চাকরি তথা নিয়োগ এর খোঁজ করছেন এবং ইন্ডিয়ান অয়েল এর এই নিয়োগে আগ্রহ প্রকাশ করেন? তবে এখানে আবেদন জানাতে শীঘ্রই দেখে নিন এর বিস্তারিত বিবরণ।

IOCL Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান অয়েল অর্থাৎ Indian Oil Corporation Limited (IOCL) এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদ তথা ক্ষেত্র: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদ তথা ক্ষেত্র রয়েছে যেখানে প্রার্থীদের মধ্যে করা হবে। যথা,

1. Mechanical 

2. Electrical 

3. T&I 

4. Human Resource 

5. Accounts/Finance 

6. Data Entry Operator 

7. Domestic Data Entry Operator 

মোট শূন্যপদ: আপাতত সব মিলিয়ে 473 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। উচ্চতর লেভেলের পদে আবেদনের জন্য যোগ্যতা উচ্চতর প্রয়োজন।

প্রার্থীর বয়সসীমা: 12/01/2024 এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 24 বছর বয়সের মধ্যে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া অফিসিয়াল অনলাইন আবেদনের লিংক ভিজিট করুন।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দেবেন অনলাইন রেজিস্ট্রেশন এর সময়।

3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগামী 01/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, প্রার্থীদের প্রাথমিকভাবে এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে এবং ট্রেনিং চলাকালীন তাদের স্টাইপেন্ড প্রদান করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক নিচে দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here 
Official Website/ Apply OnlineClick Here 

Leave a comment