IBPS এর মাধ্যমে দেশের বিখ্যাত 11 টি ব্যাংকে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন | Bank Jobs 2022

দীর্ঘ দিন ধরে ভালো কোনো সরকারি কিংবা অন্য কোনো চাকরির সন্ধানে রয়েছেন? কিংবা চাকরির আশায় থেকে থেকে একেবারে বেকার সমস্যায় জর্জরিত? তবে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার দেশের বিখ্যাত 11 টি ব্যাংকে একই সঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি দেশ তথা রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে এখানে অনায়াসেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেও আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এখানে। এখানে একই সঙ্গে বিভিন্ন পদে নেওয়া হচ্ছে কর্মী। তবে আর দেরি কিসের? আসুন জেনে নিই বিস্তারিত খুঁটিনাটি।

Bank Jobs 2022
নিয়োগকারী সংস্থা ও ব্যাংকের নাম: দেশের বিখ্যাত ব্যাংক কর্মী নিয়োগের সংস্থা তথা IBPS এর মধ্য দিয়ে এই নিয়োগ সম্পন্ন হচ্ছে। এর মধ্য দিয়ে মূলত যেসব ব্যাংকে নেওয়া হচ্ছে কর্মী সেগুলি হলো, 
Bank of Baroda
Bank of India
Bank of Maharashtra
Canara Bank
Central Bank of India
Indian Bank
Indian Overseas Bank
Punjab National Bank
Punjab & Sind Bank
UCO Bank
Union Bank of India
পদের নাম: একই সঙ্গে নানান পদে নেওয়া হচ্ছে কর্মী। নিচে পদের নামগুলি উল্লেখ করা হয়েছে।
I.T. Officer (Scale-I)
Agricultural Field Officer (Scale I)
Rajbhasha Adhikari (Scale I)
Law Officer (Scale I)
HR/ Personnel Officer (Scale I)
Marketing Officer (Scale I)
শিক্ষাগত যোগ্যতা: এসব পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। সেক্ষেত্রে উচ্চ লেভেল এর পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আরো উচ্চ থাকা দরকার। যাইহোক, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে, জেনে নিতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: আবেদন এর ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 20 বছর। সর্বোচ্চ 30 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. সবার প্রথমে IBPS এর অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করে নিন। 
2. সেখানে নিজের যাবতীয় প্রাথমিক কিছু তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিষ্ট্রেশন করে নিন।
3. সেক্ষেত্রে নিজের নাম, বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি সঙ্গে রাখবেন।
4. এবার আপনাকে রেজিস্ট্রেশন নম্বর এবং ইমেল আইডি পাঠানো হবে, সেগুলি দিয়ে পুনরায় লগইন করে নিন।
5. এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি আরো যাবতীয় তথ্য দিন।
6. যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে বললে সেগুলি এক এক করে আপলোড করতে হবে।
7. সবার শেষে আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
7. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি 
আবেদনের সময়সীমা: আগামী 21/11/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: REGISTRATION/ LOGIN


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUT TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment