হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে নিয়োগ, বেতন 44,000/- টাকা | High Court Stenographer Recruitment 2024

হাইকোর্টের তরফে স্টেনোগ্রাফার পদে নিয়োগ (High Court Stenographer Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বেশ কিছু শূন্যপদে হবে নিয়োগ। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন যাবৎ ভালো চাকরির খোঁজ করছেন। নিযুক্ত কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে এখানে। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।

High Court Stenographer Recruitment 2024

পদের নাম: হাইকোর্টের এই নিয়োগের মধ্য দিয়ে স্টেনোগ্রাফার (Stenographer) পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ সংখ্যা: উপরের পদে আপাতত সব মিলিয়ে 245 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়া: মোট তিনটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।

1. Elimination Test (Objectice Type-MCQs)

2. Stenography / Skill Test

3. Viva-voce Test (Oral Interview)

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এক্ষেত্রে অনলাইন আবেদনের লিংকে ক্লিক নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগামী 26/05/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Important Links
Official NotificationClick Here
Official Website Click Here

Leave a comment