Group C Recruitment 2022 | রাজ্যের স্কুলে MDM প্রকল্পের আওতায় সরাসরি গ্রুপ সি কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। রাজ্যে এবার Mid-Day-Meal (MDM) এর আওতায় নিয়োগ করা হবে গ্রুপ-সি কর্মী (Group C Recruitment 2022)। আপনি যদি সরকারি চাকরির অনুসন্ধানে থেকে থাকেন তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। রাজ্যের স্কুল তথা BDO OFFICE এর অধীনে নিয়োগ করা হবে Group C কর্মী। আপনি রাজ্যের অধিবাসী হলেই করতে পারবেন আবেদন। এবং পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। তাই আর দেরি না করে নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো দেখে নিতে পারেন।

Group C Recruitment 2022

পদের নাম:

পশ্চিমবঙ্গ সরকারি চাকরির (WB Govt Job 2022) এই নিয়োগের মধ্য দিয়ে রাজ্যে মূলত গ্রুপ-সি কর্মী (Group C Recruitment 2022) নিয়োগ করা হবে। প্রধানত Data Entry Operator (DEO) পদে করা হবে কর্মী নিয়োগ।

Group C Recruitment 2022 কর্মী নিয়োগ প্রক্রিয়া:

বিশেষ কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না মিড ডে মিল (Mid Day Meal) নিয়োগের জন্য। সরকারি ইন্টারভিউ ও সাধারণ কম্পিউটার টেস্ট এর মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে কর্মীদের।

Group C Recruitment 2022 আবেদন প্রক্রিয়া:

শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
1. নিজের হাতে ভালো করে একটি আবেদন পত্র লিখে নিন।
2. সঙ্গে একটি BIO DATA বানিয়ে নিন।
3. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে।সঙ্গে।
4. সবার শেষে আবেদনপত্রটি একটি খাম এর মধ্যে ভরে সেটি বাই পোস্টের মাধ্যমে কিংবা সরাসরি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের পর নির্দিষ্ট ঠিকানায় 

আবেদন পাঠানোর ঠিকানা: 

যে ঠিকানায় পাঠাবেন আবেদনপত্রটি সেটি হলো – 
The Block Development Officer and Chairperson, Block Level Selection Committee for Engagement of DEO (CMDMP), Bharatpur -I, Development Block

প্রয়োজনীয় ডকুমেন্ট:

Group C Recruitment 2022 এর জন্য আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 
2. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন
3. উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট 
4. স্নাতক পাশের মার্কশিট ও সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
6. কর্ম অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
7. কম্পিউটার কোর্সের সার্টিফিকেট

Group C Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকলেই করতে পারবেন আবেদন। সঙ্গে কম্পিউটারের যাবতীয় কার্যকলাপ সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার।

বয়সসীমা:

এই Mid-Day-Meal (MDM) এর আওতায় Group C Recruitment 2022 এর জন্য আবেদন করতে আপনার বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। 

বেতনক্রম:

নিয়োজিত Group-C কর্মীদের মাসে 11000 টাকা বেতন দেওয়া হবে।
আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হলো, দেখে নিতে পারেন।







চাকরি ও নিয়োগ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment