7500 শূন্যপদে সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন | Govt 12 Pass Recruitment

চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত এক নিয়োগের সুখবর জারি হয়েছে। দীর্ঘদিন ধরে যেসকল চাকরি প্রার্থীরা ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত, তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এবার এসএসসির তরফে সাড়ে সাত হাজার এরও বেশি শূন্যপদে নেওয়া।হচ্ছে কর্মী। সেক্ষেত্রে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশে এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।

Govt 12 Pass Recruitment

নিয়োগকারী সংস্থা: এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশনের তরফে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পদ – কনস্টেবল

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 25 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন: প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করার পর মাসিক গড় বেতন সর্বনিম্ন 21,700/- টাকা। এই বেতন সর্বোচ্চ 69,100/- টাকা হতে পারে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত হওয়ার জন্য মোট তিনটি ধাপ এর মধ্য দিয়ে যেতে হবে। যথা,

1. কম্পিউটার বেসড এক্সামিনেশন

2. ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট

3. মেডিক্যাল টেস্ট

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।

নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।

আবেদনের সময়সীমা: আগামী 30/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE

OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment