ইন্টারভিউয়ের মাধ্যমে ডিএম অফিসে সার্ভেয়ার পদে নিয়োগ, বেতন 12,000/- টাকা | DM Office Surveyor Recruitment

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে ডিএম অফিসে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ (DM Office Surveyor Recruitment) করা হবে। সেক্ষেত্রে নিয়োগের উল্লেখযোগ্য বিশেষত্ব হলো, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।

DM Office Surveyor Recruitment

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে নেওয়া হবে কর্মী।

পদ – সার্ভেয়ার

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 64 বছর। অর্থাৎ, এর নিচে বয়স হলেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: মাসে মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন 12,000/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া: কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি: আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। একেবারে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করুন। 

1. সেক্ষেত্রে সবার প্রথমে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।

2. নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

3. পাশাপাশি নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন ফর্মের মধ্যে।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্মে। সঙ্গে ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করে দিন।

5. সবশেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 20/09/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে সকাল সাড়ে 11 টা এর সময় ইন্টারভিউ সংঘটিত হবে।

Important Links
Official Notification/ Application FormClick here
Official WebsiteClick here
Join US On
WhatsApp GroupJoin Now
Telegram ChannelJoin Now 
Facebook PageJoin Now 

Leave a comment